আমাদের কথা খুঁজে নিন

   

Time is money

চলার পথ অনেক, সত্য পথ একটাই

জীবনে সময়ের অনেক মূল্য আসে ... কেও জানুক আর না জানুক আমি এখন বুঝতে পেরেছি ...যখন ছোট ছিলাম তখন না যানি কত সময় ব্যয় করছি আজাইরা কামে ... কিন্তু এখন শাস্ব যে ফেলার সময় পাই এটাই বড় .... কোন একটা বন্ধুদের সাথে তো দূরের কথা আমার এখন একটা পোষ্ট করতেও অনেক কষ্ট হয় ... একটা পোষ্ট করতে আমার সময় নেয় ২০-৩০ মিনিট ... কিন্তু এই ৩০ মিনিট ই আমার জন্য প্রচুর মূল্যবান ... জীবনটা অন্য রকম হয়ে যাচ্ছে .. আগের মত আর নাই ... সময় টাইম .... এখন খুব ইচ্ছা করে আবার ছোট কালে চলে যেতে .. এই সময় টা খুব খারাপ ... এরকম হইল কে ...কিছু দিন আগেও তো সময় দিতে পারতাম হঠাত কি হয়া গেলো যে একবারে সব অন্যরকম হয়া গেলো .. কেনো টাইম তো আগের মতই আসে .. দিন শুরু হয় সকাল আট টায় আর শেষ হয় রাত ১২.৩০ এ ... কিন্তু আগের মত তো আর সব কিছুতেই সময় দিতে পারছি নাহ ... আসলেই একটা প্রবাদ এর সত্যতা এখন বুঝতে পারছি ... Time and tide wait for none’s…আসলেই সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ .. ছোট বেলা যে কি পরিমাণ সময় নষ্ঠ করছি এখন চিন্তা করলে খারাপ লাগে ... আগে যখন ছোট ছিলাম তখন খালি চিন্তা করতাম যে কবে যে আজকের দিনটা শেষ হবে তারাতাড়ি শেষ হয় নাহ কেনো ... আর এখন তো মনে হচ্ছে যে দিনটা যেন শেষ নাহ হয় প্লিয আরেকোটু থাকুক ... আর ইচ্ছা হয় ছোট বেলার সেই সব আজাইরা সময় রে এখন যোগ করে দিতে .... কোন কিছুতেই ভালো ভাবে টাইম দিতে পারি নাহ ... কালকে মোতাসিমের সাথে কথা বললাম মনে হয় প্রায় ২ – ৩ মাস পরে ... ফোন টা রাখার পর মনে হল যে আমার আসলেই একটা ফ্রেন্ড আসে ..... এই সময় .... কোন কিছু ই ভালো ভাবে করতে পারি নাহ .... আর ইচ্ছা করে নাহ এই দিন গুলো কাটাতে .. কিন্তু জীবনে কিছু একটা পেতে হলে এই সময় টা তে সবারই কষ্ঠ করতে হয় ... সবার ই জীবনে ভালো কিছু হবার ইচ্ছা থাকে ... আমারো আছে আর আমার এই ইচ্ছা পূরণ করতে হলে এই সময় কে কাজে লাগাতে হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।