আমাদের কথা খুঁজে নিন

   

শীত গোলাপ



শামীম আজাদ শীত-গোলাপ শীতে ফাটে সাদা গোলাপের মুখ কাঁধে বসা মেঘনার সর সযত্নে তুলে রাখা কালো কংক্রিট বিছানা আর বালিয়াড়ি। চাক চাক শীত আনে লালবর্ণ কাম আর হলুদ অসুখ শীত নেমে গেলে ডুবে যায় পূর্ণিমা গ্রীবা জ্বর বান্ধব ও বকুল। এই নগরীতে তাই শীত আসি বিভিন্ন রকম: নাসপাতি, সিল্ক, জাফরানী, শরবতী নাসপাতি শীত জমে হ্যাজাক আলোয় ভালুকিয়া প্রানে আর জ্বরাক্রান্ত জ্বরে পুঁথিপাঠ ও পৃত্থিরাজ আসেন সেখানে কাঁচাগন্ধ শীত আসে হলুদ দুপুর বাদাম ও বইমেলা ঘিরে সিল্কের শীত হাটে রোদের আগাছা থেকে দূরে চিন্ময় চঞ্চু খুলে অর পাল ঘিরে চায়ের কামড়ে কামড়ে. . . জাফরানী শীত হাঁটে হস্পিস হাসপাতাল কোরিডোরে মেরুদন্ডের মনে মনে কোমড়ের খাঁজে আর ব্যারোমিটারের বাহুতলে সেলাইয়ে সেলাইয়ে ওক-ছাল ফুঁড়ে মরফিন রাত আর স্যালাইন সিরাপে পানের রকম হয় শরবতী শীতে চারুকলা স্বাদে তরল ইক্ষু জল ও দ্রাক্ষা-আরশে সঙ্গীত ফলার খুলে তীব্র দুঃখ তাপ ফোটে শীতের গোলাপ কুয়াশার ক্রীম মাখামাখি করে লন্ডন ২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।