কবি এবং কবিতার পাঠক
বন্দরে সন্ধ্যা
-ফররুখ আহমদ
গোধূলি-তরল সেই হরিণের তনিমা পাটল
অস্থির বিদ্যুৎ তার বাঁকা শিঙে ভেসে এলো চাঁদ,
সাত সাগরের বুকে যা-ই শুধু আলোক চঞ্চল;
অন্ধকার ধনু হাতে তীর ছোঁড়ে রাত্রির নিষাদ।
আরব সমুদ্র স্রোতে ক্রমাগত দূরের আহ্বান
তরুণীর মুখ থেকে মুছে গেছে দিনের রক্তিমা,
এ দিকে হরিণা সাথে বাঁকা শিঙে চাঁদ; রমজান;
ক্ষীণাঙ্গীর প্রতীক্ষায় যৌবনের প্রাচুর্য; পূর্ণিমা।
কালো পাপড়িতে ঘেরা ষোড়শীর সে পূর্ব যৌবনে
আসিল অতিথি এক বন্দরের শ্রান্ত মুশাফির!
সূর্যাস্তের অগ্নিবর্ণ সেহেলির বিমুগ্ধ স্বপনে;
নিভৃত ইঙ্গিত তার ডেকে নেয় পুষ্পিত গহনে;
অনেক সমুদ্র তীরে মুগ্ধময় হলো এ শিশির
তারার সোনালি ফুল ছিটে পড়ে রাত্রির অঙ্গনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।