আমাদের কথা খুঁজে নিন

   

দলছুট,বাপ্পা ভাই এবং....

মুন রিভার ...
সঞ্জীব'দা... প্রিয় সঞ্জীব'দা। সময়টা ২০০১ এর বর্ষাকাল। । আমার তখন উথাল দিন- রাত-দিন। বন্ধুরা সবাই ইলেক্ট্রো -ম্যাগনেটিক এর ক্লাস, টিউটোরিয়াল নিয়ে ব্যাস্ত।

আর আমি পদ্মা পাড়ের শহর ছেড়ে ব্যাকপ্যাক আর খাতা কলম নিয়ে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এদিক ওদিক। মাথার ভেতর নিয়ত ঘুরপাক খায় কবিতা,সুমন,দলছুট,সঞ্জিব'দার লিরিক। ঘুরে বেড়াই খুলনা,সাতক্ষিরা,লালপুর,পাবনা,সিরাজগঞ্জ,দিনাজপুর। প্রান্ত থেকে সুদুরে,বোহেমিয়ান জীবন। ঘুড়তে ঘুড়তে মনে পরে প্রিয় ঢাকার কথা।

চলে আসি,সোজা বাপ্পা ভাই এর বাসায়। তখন মাত্রই কাজ শুরু করেছি বাপ্পা ভাই এর সাথে। দিনটা ছিলো মেঘ মেঘ। সারাদিন ঘুড়ে সন্ধায় ফিরে আসি দাদা'র বাসায়। অনেক রাতে বাপ্পা ভাই আর সঞ্জীব'দা ফেরে স্টুডিয়ো থেকে।

'তোর গান করে এলাম রে'-সঞ্জীব'দার চিরাচরিত ভঙ্গি-র সেই উচ্চারন। 'গানটা শুনে দেখো,রানা। ভাবছি আমি আর দাদা দুজনেই গাইবো'-বাপ্পা ভাই এর কথা শুনে গত কিছুদিনের বিষাদ আর অস্থিরতা ভুলে যাই। কি সব দিন ছিলো! নস্টালজিয়া পেয়ে বসলো আজ,আমাকে! লিরিকটা দলছুট এর খুব শ্রোতাপ্রিয় অ্যালবাম 'হৃদয়পুর'-এ ছিলো। বাপ্পা ভাই এর দারুন টিউন,কম্পোজিশন আর সঞ্জীব'দা-বাপ্পা ভাই এর অসাধারন গায়কী-ই আসলে লিরিকটাকে পরিপুর্নতা দিয়েছে।

'সবুজ যখন' আমার নিজের ভীষন প্রিয় একটা লিরিক। খুব ইচ্ছে হলো ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করি। লিঙ্ক টাও দিলাম ইউ টিউব থেকে। । আশা করছি কারো কারো ভালো লাগবে।

সবুজ যখন বাঁধে বাসা গাছের পাতায়,বনে মনে তখন দুঃখ লুকায় অন্তগহীন কোনে, বৃষ্টি যখন সুরের সাথে রিমঝিমিয়ে ঝরে কান্নাগুলো চোখের মায়া ছিন্ন করে পড়ে..... সুর্য যখন জাগায় ভুবন পাখির শীষে ভোর আমার ক্যানো উদাস দুপুর বিরহী প্রহর, চাঁদকে যখন দেখি অনেক আলো দিয়ে ঘেরা, আমার ক্যানো হয়না তবু আলোর পথে ফেরা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।