আমার ভিতর আরেক আমি
তোর জানালায় বসে প্রজাপতি
ছুয়ে দিস তারে, তোর হাতে
ভালবাসা নির্ঘুম রাত,জেগে রয়
চাঁদ,তারা,জোনাকিরা,
কোথায় হারিয়ে যাই,তবু তোর মাঝে ফেরা।
দ্বন্দ তোর সাথে
তবু ভাল লাগে,তোর অনেক ছোয়া।
সোনা রোদ তোর কোলে
বুনোফুল গাঁথা তোর চুলে,
তোর স্বপ্ন নিয়ে যায় দূরে
জাগায় আমার অনেক সাহস,
তাই তো, তোর জন্য নিরবধী আমি
বয়ে যাই নদীর মত,
বসি তোর জানালায় প্রজাপতি হয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।