আমাদের কথা খুঁজে নিন

   

পাঠ করি স্নানঘরের দেয়ালে আঁকা ফাঙ্গাসছবি



পাঠ করি স্নানঘরের দেয়ালে আঁকা ফাঙ্গসের ছবি: না আঁকতে জানা কোন ছবির অনুরূপ দৃশ্য ক্ষণেই পরিবর্তিত হতে থাকে - আর মুছে মুছে দাঁড়ায় নতুন পালক - ক্রমশ বিবর্তনের রঙ্গিন পালক; বহতা সময়ের ধ্বনি লীন পৃথিবীর ছবি তুলে আনে: যেদিন মানুষ শিখে যাবে শক্তির সমস্ত সূত্র সেদিন আর সব কিছুর মতো আমার অস্তিত্বও গাঢ়ো হয়ে উঠবে। তখন ইচ্ছে করলেই যিশুর পালক আজকের কোন কিশোরীকে উর্বর করতে পারবে- আমি তার নিয়তির দর্শক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।