আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ভরসা



যখন পাশ করে বেরোলাম দেখলাম সব আবছা । অন্ধকারে তখোনো অনেক কিছু চেনা মুখ তখনো আরো বেশী অচেনা , তাই ভাবলাম আমি এখনো নতুন রাস্তার পাশে যারা পড়ে থাকে য়ৗবন যাদের এখনো রাতে অনিশ্চিত ভয়, দিনে গাড়ীর কাচের ভেতর থেকে যাদের দিকে তাকাতে লজ্জা হয় তাদের নিয়ে আমার লেখা পড়বে কারা এত কাজ computer ,কার্টুন , fashion show আর সময় হয় ।! সবাই উঠেছে কী হাপিয়ে প্রোম না 14 February? পড়াশোনা না পার্লার কে জানে ! কাকে ছাপিয়ে কে যে উঠল দাটিয়ে ! সে যে কী বিকট দশা ! যারা বোঝেনা - বেশ তাও বুঝিয়ে চলা যায় তবে , অনেক বেশী বোঝাদার হলেও চলা দায় । বাসেতে চড়লে সভ্যতা থাকে না set এতে হাটলে রাস্তায় সভ্যতা তোলা থাকে Bag- এতে যখন আমি বলবো এ দেশেই হয়তো বা এমন কিন্তু কে দেবে আমায় বলে পুরো বিশ্বাসটা কেমন? অবশেষে ভাবলাম তাই চোখ বন্ধকরে দৃষ্টি যিনি দিয়েছেন , দেখা না দেখার ফারাক তিনিই দেবেন করে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।