আমাদের কথা খুঁজে নিন

   

তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ, ধোনীর ইনজুরি

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ । আর শুরুতেই কথার যুদ্ধ শুরু করে দিলেন সেহওয়াগ । তিনি সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশের সামর্থ্য নেই ভারতকে অল-আউট করার, তাই জয়ের সম্ভাবনাও নেই । তাছাড়া ওয়ানডেতে ভালো দল হলেও টেস্টে বাংলাদেশ এখনো হামাগুড়ি দেয়া শিশু । সেহওয়াগের এমন মন্তব্যের পর সাকিব জানালেন ভারত হয়তো ১ নং দল হতে পারে কিন্তু অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মানের চেয়ে তারা অনেক পিছিয়ে ।

সিডন্সও বললেন মাইকের পেছনে অনেক কথাই বলা যায় যা উচিৎ নয় । তাছাড়া অস্ট্রেলিয়ার কাছে ভারতের অনেক পরাজয় তিনি স্বচক্ষে দেখেছেন । এসব শুনে বাংলাদেশীদের ভালো করার তাড়না অনুভব করা উচিৎ, আমার নিজেরই ইচ্ছে করছে যদি মাঠে নেমে ইন্ডিয়ানদের কিছু দেখিয়ে দিতে পারতাম । বাংলাদেশ এবার তিন পেসার নিয়ে নামছে । রাজিব, রুবেলের সাথে নামছেন মাত্র নয়টি ১ম শ্রেণীর ম্যাচ খেলা শফিউল ।

স্পেশালিস্ট কোন স্পিনার নেই দলে, সিডন্সের মতে সাকিবই প্রধান স্পিনার । আর বাদ পড়েছেন অফ ফর্মে থাকা জুনায়েদ, যার জায়গায় প্রায় ২ বছর পর টেস্ট খেলতে নামছেন শাহরিয়ার নাফিস । সর্বশেষ ২০০৮ এর ফেব্রুয়ারীতে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট খেলেন তিনি ( স্কোর ছিল ৬৯ ও ৩২)। আর ভারতের হয়ে মাঠে নামতে পারছেন না ধোনী, নেতৃত্ব দেবেন সেহওয়াগ সম্ভাব্য বাংলাদেশ দল: তামিম ইকবাল ইমরুল কায়েস শাহরিয়ার নাফিস মোহাম্মদ আশরাফুল রকিবুল হাসান সাকিব আল হাসান (অধিনায়ক) মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সাহাদাত হোসেন রুবেল হোসেন শফিউল ইসলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।