Symphony w68 কম দামে মধ্য একটা অসাধারন সেট, এই সেট এর ক্যামেরা ৫ মেগা পিক্সেল এর কথা বলা হলেও এর ক্যামেরা ৮ মেগাপিক্সেল । আর র্যাম ৫১২ মেগাবাইট , আর রম ৪ গিগাবাইট। কিন্তু অনেকেই বলে এই সেটে নাকি হাইজ ওয়ে রাইডার, টেমপ্লে রান, এস্পাহাট ৭ মানে কোন রেসিং গেমস খেলা যায় না । আসলে কি তাই , আমি ৩-৪ দিন আগে বাজারে গিয়ে এই সেট দেখলাম , এই সেটের এন্ডয়েড এসিস্টান্সে গিয়ে দেখলাম এই সেটে প্রক্সিমিটি সেন্সর নাই , এখন আমার কথা হলে প্রক্সিমিটি সেন্সর না থাকলে কিভাবে রেসিং গেমস খেলব । এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে কেউ যদি এই সেট কিনে থাকেন তবে প্লিজ জানাবেন এই সেটে কি রেসিং গেমস খেলা যায়, বা শুধু সেট নারিয়ে গেমস খেলা যায় কি । এতে আমার সহ অনেক লোকের উপকার হবে,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।