আমাদের কথা খুঁজে নিন

   

লোক দেখানো হাসি আর, হাসবো নাগো আমি

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

শতবর্ষ ধরে শত সাধ্য সাধনা করে হৃদয়ের প্রাচীর ঘিরে যে সবুজ সুন্দর বনভূমি আর অপার সৌন্দর্যের অপরূপ ভুবন গড়েছিলাম আমি তাকে এক নিমিষে ছলনার তীব্র আগুনে পুড়ে ছাড়খার করে দিতে তোমার একটুও বাঁধল না আমাকে কাঁদিয়ে তুমিতো আজ সুখেই আছ বেশ আছ তুমি.. তুমিতো ছিলে আমারই চন্দনের বন এ হৃদয়তো তোমারই সৌরভে মৌ মৌ করত ঝাঁকে ঝাঁকে সোনালী পাখিরা গান গেয়ে যেন আর সমস্ত অন্তর জুড়ে বসত শান্তির আসর.. আজ এ হৃদয়জুড়ে শুধুই বেদনার গান স্মৃতির ধুসর পালকগুলো চোখের পর্দার সামনে এবং পিছনে ছলছল করে উথলে ওঠে সাদা পায়রাগুলোর কোন দেখা নেই অনেকদিন হল আমাকে কাঁদিয়ে তুমিতো আজ সুখেই আছ বেশ আছ তুমি.. অন্যের ঘরে বিত্তের ভীরে সুখেই আছ তুমি দোয়া করি সুখী হও চিরসুখ তোমায় ঘিরে থাকুক সারাটি জীবন আমার জন্য একটু দোয়া কর যেন খুব তাড়াতাড়ি মরে যাই বাঁচতে আর ইচ্ছে হয় না এখন লোক দেখানো হাসি হেসে বাঁচতে আর ইচ্ছে হয় না আমার কিছুদিন হল মরার বাসনা আগের চাইতে একটু বেড়েই গেছে.. হঠাৎ করে মরে যাব একদিন এও জানি খুব বেঁচে থেকে শুধু শুধু সময় নষ্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।