বাংলা আমার...................
মন মহাজন লীজ দিয়াছে
সাধের জনম খানি
সারা জীবন টানছো তোমরা
গরু বিহীন ঘানী।
মহাজনের সাধের ভুমি
তুমি বর্গা চাষা
তোমার ভেতর বষত তাহার
তোমার মনেই বাস।
মন জমিনে আবাদ করো
ছিটিয়ে দাও সার
বুঝে শুনে চাষ করিও
ফসল কিন্তু তার।
শস্য তুলে গোলা ভরো
তুমি বর্গা চাষী
মন মহাজন মহা সুখে
বাজায় মোহন বাঁশী।
গয়াতে সে আছে যেমন
আছে তেমন কাবা'য়
সব খানেই সে বিরাজ করে
সৃষ্টি কুলকে ভাবায়।
সব ভূমিতে'ই বিচরন তার
বসত সবার ঘরে
দেখা নাকি পাবে সবাই
কেয়ামতের পরে।
....................................
.......................................................
মতিউর রহমান মিঠু(স্বপ্নোবাজ)
৩' জানুয়ারী-২০১০ ইং
বনশ্রী,ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।