আমাদের কথা খুঁজে নিন

   

এটা ঠিক নয়, এমন হওয়া উচিৎ নয়।


চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে....... এই গানের মতোই এতক্ষণ চেয়ে চেয়ে দেখলাম। কি দেখলাম? আমার পোষ্টের ছবিটি দেখুন। একই লোকের পরপর দুটি পোষ্ট। তাও আবার কপি পেষ্ট। প্রথম পাতা থেকে সরে যাওয়া পর্যন্ত শুধু দেখে গেলাম কর্তৃপক্ষ কি করে।

কিছুই তারা করল না। আথচ সামুর নীতিমালা কি বলে দেখেন...২ঙ. যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়। আমি এই বিষয়ে আর কিছুই বলতে চাই না। সামুর মাডারেশান বিষয়েও না।

আরেকটি নীতিমালা দেখুন.... ২গ. প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি । এই নীতিমালও কোনদিন প্রয়োগ করতে দেখলাম না। গত দুদিন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে লেখা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম। এই ব্যপারেও আমি কিছু বলতে চাই না। একমি একদম চুপ!!!
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।