আমাদের কথা খুঁজে নিন

   

আমার খুব ইচছা করে তোমার সুখের ঘরটি দেখতে।

এই পৃথীবি আর ভাল লাগেনা চল আমরা চাঁদের দেশে চলে যাই

তুমি সুখে আছ জেনে আমার খুব ইচছা করে তোমার সুখের ঘরটি দেখতে। কি বাবে সাজিয়ে নিযেছ আমার মন বেঙে যে কথা দিয়েছ আমাকে কি বাবে বুলে গেলে। এইতো ছিলনা কখা আমাকে কাদিয়ে তুমি সুখের ঘর বাদবে। কেন এমন করলে আমায় দুঃখের সাগড়ে বাসাইয়ে দিয়ে। সুখের ঘরটি সাজিয়ে নিলে আমার খুব ইচছা করে তোমার সুখের ঘরটি দেখতে। এক দিন আসব আমি তোমার সুখের ঘরটি দেখতে। যে দিন সূয উঠবেনা আকাশের তারা গুলো নিবে যাইবে চাঁদটিও থাকবেনা । অপেক্ষায় থাকলাম সেই দিনটির এম ডি ইয়াছিন মিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।