আমাদের কথা খুঁজে নিন

   

বন পাহাড়ী ঝর্ণা বৃষ্টি ফেলে, আমায় বাসলো ভালো সেই ছেলে - শাহানা বাজপেয়ী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ একটা ছেলে শিল্পীঃ শাহানা বাজপেয়ী ......................................... একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা-দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে । । সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে । । আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সে যে একটা কোণে সবুজ বনে নীলচে আলো জ্বেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে ।

। সেই ছেলেটা হঠাৎ এল মনে । । ছোট্ট আমি দুষ্টু আমি সেজে কেমন যেন হলাম জড়সড় আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে বুকভরা আবেগ টুকু ঢেকে হঠাৎ করে হয়ে গেলাম বড় বন পাহাড়ী ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসলো ভালো সেই ছেলে । ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।