আমাদের কথা খুঁজে নিন

   

চার বছরের এ শিশুটির এখন দৌড় ঝাপ আর খল খল করে হাসবার কথা ছিল!

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।
আফরার মত ফুটফুটে চার বছরের এই মেয়েটির মায়ের কোলে ঝাপিয়ে পরার কথা বার বার, সারাদিনমান ছোটাছুটি, কার্টুন দেখা আর পুতুল খেলে কাটিয়ে দেয়ার কথা। কিন্তু তা হয় নি। মাত্র দু বছর বয়সেই মরণ ব্যাধি ক্যান্সরে (উলমস্ টিউমার) আক্রান্ত হয় সে। অতটুকু শরীরে দু দুবার অস্ত্রপচার করা হয়।

বাম কিডনীটি ফেলে দেয়া হয়। আট মাস কেমো আর এক মাস রেডিও থেরাপি দেয়া হয়। দু বছরের সমস্ত চিকিৎসা, ডাকতারদের সমস্ত প্রচেষ্টা, আপনজন ও প্রিয়জনদের অন্তরের অন্তস্থলের সকল দোয়াও তাকে ক্যানসার মুক্ত করতে পারেনি। তার পরিবারের সর্বস্ব নি:শেষ করেও শিশুটির উচ্ছলতা ফিরিয়ে আনা যায়নি। উন্নততরো চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লক্ষ টাকার।

কিন্তু ওরা যে নি:স্ব হয়ে গেছে! আমাদের সবাই যদি একটু এগিয়ে আসি, যার যা সাধ্যমত, আমার দৃঢ় বিশ্বাস আফরা এই অপূর্ব পৃথিবীর রূপ, রস, গন্ধ তার প্রিয় অনুভুতিতে সন্চিত করতে পারবে। আমরা তো পেয়েছি অনেক। ওর তো কেবল শুরু। আমরা আগেও পেরেছি এখনও পারবো, সৃষ্টিকর্তা চাহেন তো। সংগ্রহ: হিসেব # ১.১০১.১২৩৪৮, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আগ্রাবাদ শাখা, চট্টগ্রাম।

A/C. No.: 1.101.12348, Eastern Bank Ltd., Agrabad Branch, Chittagong , Bangladesh. Swift Code: EBLDBDDH. অন লাইন ব্যাংকিং আছে। বাংলাদেশের যে কোন জায়গায় থাকা ই বি এল এর শাখা থেকে এ্যাকাউন্ট ট্রান্সফার করলে বা নগদ টাকা জমা দিলে সংগে সংগে টাকা পৌঁছে যাবে। যোগাযোগ: ১। বাবা: মোহাম্মদ দিদারুল আলম (এখন সিংগাপোরে), সেল: +৮৮০ ১ ৮১৯ ২১০ ৪৪৪ ইমেইল: ২। প্রধান সমন্বয়কারী: ড: রমিজুদ্দিন চৌধুরী, সেল: +৮৮০ ১ ৮১১ ৪১৩ ৬২৯, +৮৮০ ১ ৮১৯ ৩৪৪ ৮২২ ইমেইল: net ৩।

ত্রিশোনকু: সেল: ০১৬১৫ ০৩৬ ৫৪৭, ০১৭১৫ ০৩৬ ৫৪৭, বিটিসিএল : ৯৮৯৫৪৫২, ৯৮৮০৪৩৪। ইমেইল: ৪। দি অনটারনেটিভ, মন্জুরুল হক: ইমেইল: ______________________________________________ টাকা সংগ্রহের আপডেট: ১। ১২ জানুয়ারী দুপুর ১২টা পর্যন্ত: ক। চিটাগাংএ ৫ লাখ ২৫ হাজার টাকা।

খ। ফেস বুকের মাধ্যমে আমেরিকা থেকে, ডঃ শামীম সিদ্দিকী : ৭ হাজার টাকা। গ। সামুর মাধ্যমে বাংলাদেশ থেকে: (নাম প্রকাশে অনিচ্ছুক) ১০ হাজার টাকা। ঘ।

ইয়াহু গ্রুপের মাধ্যমে ক্যানাডা থেকে (নাম প্রকাশে অনিচ্ছুক) ১২ হাজার টাকা। ------------------------------------------------------------------ মোট: ৫ লাখ ৫৪ হাজার টাকা। ২। ১৩ই জানুয়ারী বিকেল পাঁচটা পর্যন্ত: ক। সর্বমোট: ১৪ লাখ ৪৬ হাজার টাকা।

এর মধ্যে ঢাকা থেকে: ক। ১। একজন অতি প্রচার বিমুখপ্রচার বিমুখ: ৪০,০০০/-টাকা। ক। ২।

পরিচয় না জানা একজন যিনি ইবিএল এর মাধ্যমে পাঠিয়েছেন: ২৫,০০০/- টাকা। বাকি সব চিটাগাং থেকে দেয়া হয়েছে। ক। ৩। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্লগার : ১০,০০০/-টাকা ক।

৪। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্লগ পাঠক ও তাঁর সহকর্মী যারা আফগানিস্তানে কর্মরত: ১৪,০০০/- ৩। ১৪ই জানুয়ারী রাত ৯টা পর্যন্ত: ক। সর্বমোট: ১৭ লাখ ৩২ হাজার ৩৫০ টাকা। : এর মধ্যে বিদেশ থেকে: ৬০,০০০ টাকা।

বাকি সব চিটাগাং থেকে দেয়া হয়েছে। ৩। ক। ব্যাংক ওয়ারী জমা: ৩। ক।

১। ইবিএল চিটাগাং: টাকা ১৭,৩২,০০০। ৩। ক। ২।

আল আরাফাহ ব্যাংক : শুন্য। ৩। ক। ৩। সোনালী ব্যাংক ঢাকা : শুন্য।

৩। খ। নগদ জমা: ৩৫০ টাকা। ৩। খ।

১। ছুডু: ৫০ টাকা। ৩। খ। ২।

কুলসুম: ১০০ টাকা। ৩। খ। ৩। চালক মিজানুর রহমান ফকির: ১০০ টাকা।

৪। ১৫ই জানুয়ারী রাত ৯টা পর্যন্ত: ক। সর্বমোট: ১৭ লাখ ৩৮ হাজার ৯৫০ টাকা। : ৪। ক।

নগদ জমা: ৬,৬০০/- ৪। ক। ১। শীত বস্ত্র সংগ্রহের সময় পাবলিক লাইব্রেরী চত্বরে ব্লগারদের স্বতস্ফুর্ত অনুদান: ৩,১০০ টাকা। ৪।

ক। ২। বিরজিস জাহান আহমদ (ঢাকা): ২,০০০ টাকা। ৪। ক।

৩। মুমু ও অমি: ৫০০ টাকা (ছাত্র পড়ানোর টাকা থেকে, ঢাকা)। ৪। ক। ৪।

শাম: ৫০০ টাকা(ছাত্র পড়ানোর টাকা থেকে, ঢাকা)। ৪। ক। ৪। ঐশী: ৫০০ টাকা(ঈদির জমানো টাকা থেকে, ঢাকা) ৫।

১৬ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ১৮ লাখ ৮ হাজার ৯৫০ টাকা। ৫। ক। একজন অতি প্রচার বিমুখপ্রচার বিমুখ যিনি ১৩ তারিখে ৪০,০০০ টাকা পাঠিয়ে ছিলেন ঢাকা থেকে তিনি আরও ৩০,০০০ টাকা পাঠিয়েছেন। ৫।

খ। নাম প্রকাশে অনিচ্ছুক আমার সতীর্থ স্ত্রী ঢাকা থেকে তাঁর জানা শোনাদের কাছ থেকে তুলে এবং নিজ থেকে মোট ৪০,০০০/- পাঠিয়েছেন। ৬। ১৭ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ২২ লাখ ২৩ হাজার ৯৫০ টাকা। [/sb ৬।

১৮ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ২৪ লাখ ২৩ হাজার ৯৫০ টাকা। ৬। ক। ব্যাংক ওয়ারী জমা: ৩। ক।

১। ইবিএল চিটাগাং: টাকা ২৪,২৩,৯৫০। ৩। ক। ২।

আল আরাফাহ ব্যাংক : শুন্য। ৩। ক। ৩। সোনালী ব্যাংক ঢাকা : শুন্য।

৬। খ। নগদ টাকা সব চিটাগাংএর ই বি এল এর শাখার এ্যাকাউন্টে ঢাকার বনানী ও গুলশানের শাখা থেকে জমা করা হয়েছে। ৭। ১৯ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ২৪ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা।

৭। ক। ব্যাংক ওয়ারী জমা: ৩। ক। ১।

ইবিএল চিটাগাং: টাকা ২৪,৭৩,৯৫০/- ৩। ক। ২। আল আরাফাহ ব্যাংক : শুন্য। ৩।

ক। ৩। সোনালী ব্যাংক ঢাকা : শুন্য। ৭। খ।

নগদ টাকা: রাদ ও ইভা (ঢাকা থেকে): টাকা ৫০০/- ওপরের টাকাটি ছাড়া বাকি নগদ সব চিটাগাংএর ই বি এল এর শাখার এ্যাকাউন্টে ঢাকার বনানী ও গুলশানের শাখা থেকে জমা করা হয়েছে। ৮। ২০ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ২৫ লাখ ২ হাজার ৪৫০ টাকা। ৮। ক।

ব্যাংক ওয়ারী জমা: ৩। ক। ১। ইবিএল চিটাগাং: টাকা ২৫,০২,৪৫০/- ৩। ক।

২। আল আরাফাহ ব্যাংক : শুন্য। ৩। ক। ৩।

সোনালী ব্যাংক ঢাকা : শুন্য। ৮। খ। নগদ টাকা: শুন্য। ইবিএল, আগ্রাবাদ, চিটাগাং শাখায় ব্লগার লোমান আজ ৩ হাজার টাকা পাঠিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে।

৯। ২১ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ২৫ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। ৯। ক। ব্যাংক ওয়ারী জমা: ৩।

ক। ১। ইবিএল চিটাগাং: টাকা ২৫,০৭,৪৫০/- ৩। ক। ২।

আল আরাফাহ ব্যাংক : শুন্য। ৩। ক। ৩। সোনালী ব্যাংক ঢাকা : শুন্য।

৯। খ। নগদ টাকা: শুন্য। ১০। ২২ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ২৫ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।

অপরিবর্তিত। ১০। ক। নগদ টাকা: শুন্য। ১১।

২৩ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ২৫ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। অপরিবর্তিত। ১১। ক। নগদ টাকা: শুন্য।

১২। ২৪ জানুয়ারী রাত ৮টা পর্যন্ত: সর্বমোট: ২৭ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। অপরিবর্তিত। ১২। ক।

নগদ টাকা: শুন্য। ১৩। ১৩। ২৫ জানুয়ারী রাত ৯টা পর্যন্ত: সর্বমোট: ২৮ লাখ ৫০ হাজার ৪৫০ টাকা। ১৩।

ক। নগদ টাকা: শুন্য। ১৪। ২৬ জানুয়ারী রাত ১০টা পর্যন্ত: সর্বমোট: ৩০ লাখ ৯৬ হাজার টাকা। এটাই আফরার শেষ নিয়মিত আপডেট।

সাথে থাকার জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। ১৫। ১৬ই ফেব্রুয়ারী, বিকেল পাঁচটা পর্যন্ত সর্বমোট চল্লিশ লাখ ৪৫ হাজার টাকা জমা হয়েছে। _____________________________________________ একটি ছোট্ট ঘটনা: আজ (১৪ জানুয়ারী) সকালে আমি যখন ব্লগে মন্তব্যের উত্তর দিচ্ছি তখন আমার বাসার সাহায্যকারী কুলসুম এসে বলে: "স্যার, গত তিনদিন ধইরা কম্পুডারে কিতা করন? খাওন নাই দাওন নাই, গুমান বিয়ান রাইতে। " আমি তাকে আফরার ছবি দেখিয়ে বুঝালাম কি করছি।

ঘন্টা খানেক পরে ও এসে আমাকে বলে: "স্যার আমরার থিক্যা কিছু দিবাম আবুইদ্যারে (ছোট বাচ্চাটিকে)"। বলে ও আমাকে ওর আর ওর ছোট বোনের জমানো টাকা থেকে আনা ১৫০টি টাকা আমার হাতে তুলে দিল। আমি হতভম্ব হয়ে বসে থাকলাম। _____________________________________________ সামুর এই ব্লগ পড়ে যারা এগিয়ে এসেছেন: ১। ১৩ই জানুয়ারীতে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্লগার দিয়েছেন ১০হাজার টাকা।

২। নাম প্রকাশে অনিচ্ছুক (যিনি প্রত্যহ ব্লগ পড়েন কিন্তু ব্লগার না) ও তাঁর সহকর্মী মিলে ১৪,০০০/- টাকা পাঠিয়েছেন সামুর এই ব্লগ পড়ে, ঢাকা থেকে গত ১৩ই জানুয়ারীতে (টাকাটা ওপরে দেয়া হিসেবের মধ্যে)। তিনি ও তাঁর সহকর্মী আফগানিস্তানে কর্মরত। তিনি “bd_Afg_net” and “bdtelcoexpats” ইয়াহু গ্রুপে আবেদন ররেছেন সবাইকে এগিয়ে আসতে। জানাতে দেরী হবার কারন হচ্ছে তাঁর মেইলটি আমার জাংকে পড়ে ছিল।

আমি আন্তরিকভাবে দুঃখিত। ৩। ১৫ তারিখ পিকনিক এর একটা মিটিং করা হয় পাবলিক লাইব্রেরী চত্বরে। সেখানে ফারা তন্বীর আহ্বানে শীতার্তদের জন্যও সাহায্য (পুরান গরম কাপড় / টাকা) সংগ্রহ করা হয়। শীত বস্ত্র সংগ্রহের সময় পাবলিক লাইব্রেরী চত্বরে ব্লগারদের স্বতস্ফুর্ত অনুদানে ৩,১০০ টাকা উঠেছে।

৪। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্লগার ঢাকা থেকে গত ১৮ই জানুয়ারী ইবিএল উত্তরা শাখা থেকে ২ হাজার টাকা পাঠিয়েছেন গত পরশু। আমি হটমেইলে ঢুকতে পারছিলামনা। আমি বোধ হয় আর ততটা হট নেই তাই আমাকে পছন্দ করছেনা। তাই জানাতে দেরী হ'ল।

৫। ইবিএল, আগ্রাবাদ, চিটাগাং শাখায় ব্লগার লোমান২০ জানুয়ারী'১০এ ৩ হাজার টাকা পাঠিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে। ______________________________________________ আপনাদের মনোযোগ আকর্ষন করছি: আজ দুপুর দুটোর দিকে ব্লগার হোসাইন১৯৫০ আমাকে সেল ফোনে জানান যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজীর ২য় বর্ষের একটি ছাত্র নিজেকে আফরার ভাই/চাচা পরিচয় দিয়ে আফরার নামে চাঁদা তুলছে, এ ব্যাপারে আমি কিছু জানি কিনা। আমি প্রধান সমন্বয়কারী ড: রমিজের সাথে কথা বলে জানতে পারি যে এ ধরনের কোন অনুমতি কাউকে দেয়া হয়নি। হোসাইনকে ব্যাপারটা জানাতেই তিনি টাকা তোলা বন্ধ করিয়ে দেন।

হোসাইন পরে খবর নিয়ে জানতে পারেন যে মাইক্রোবায়োলজীর ঐ ছেলেটি আফরার আত্মীয় নয়। তার উদ্দেশ্য ছিল চাঁদা তুলে টাকাটা আত্মসাৎ করা। এ ধরনের কাজ সে আগেও করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে (ডঃ রমিজ, ত্রিশোনকু, মন্জুরুল হক) যে এখন থেকে শুধুমাত্র ই বি এলএর এ্যাকাউন্টে টাকা জমা করা যাবে, যে কোন অংকের, তা যত ছোটই হোক না কেন। এ ব্যাপারে কারো কোন অসুবিধে থাকলে ওপরে দেয়া যোগাযোগের কলামে দেয়া ব্যাক্তিদের সাথে সরাসরি কথা বলা/মেইল করার জন্যে অনুরোধ করা হ'ল।

____________________________________________ অনুরোধ: যে সব ব্লগার সরাসরি ইবিএল চিটাগাং ব্রান্চে টাকা পাঠিয়েছেন তাদেরকে অনুরোধ করছি তারা যেন আমাকে এই ব্লগে/ইমেইলে/এস এম এস করে অথবা টেলিফোনে আমাকে জানিয়ে দেন। আপনারা না চাইলে আপনাদের নাম প্রকাশ করা হবে না। এই অনুরোধের কারন হচ্ছে যে ভবিষ্যতে এরকম পরিস্থিতে ব্লগারদের জন্যে এই প্রচেষ্টা অনুপ্রেরনার কাজ করবে। ইবিএলএ অনেক টাকাই জমা পরেছে এবং পরছে যাতে প্রেরকের কোন তথ্য নেই। _____________________________________________ আফরার চিকিৎসার আপডেট ১।

২১ জানুয়ারী: কাল থেকে ক্রমাগত যোগাযোগ করতে চেয়েও না পেরে আজ সন্ধ্যায় আফরার বাবাকে একটা ইমেইল করি তার উত্তরটা তুলে দিলাম: ........ Bhai, Assalamualaikum. We reached to Thailand from Sg yesterday night. In NUH, Sg the total treatment cost will be more than 1 cr including BMT which is not affordable for us. My number at Thailand is ..............(From Bangladesh). We are now trying at Chualalankorn & Phramangkutclao Hospital In Thailand. Local Bangladeshi peoples are suggesting for Chualalankorn & Square Hospital suggested for Phramangkutclao. Appointment fixed on tomorrow & day after tomorrow. I will be in touch through my mail & above phone inshallah. Afra is well rather though. I will share after taking the concern of the doctors here. Allah Hafez//Didar বাংলা সারাংশ: আফরার চিকিৎসা করতে সিংগাপোরে ১ কোটি টাকারও বেশী লাগবে। তাই আফরার বাবা দিদার আফরাকে ব্যাংককে নিয়ে গিয়েছেন। সেখানের চুয়ালালানকরন ও ফ্রামাংকুটচ্লাও হাসপাতালে আগামীকাল ও (২২ জানুয়ারী) ও পরশু (২৩ জানুয়ারী) ডাক্তারের সাথে সাক্ষাৎকারের সময় নেয়া হয়েছে। ডাক্তারদের সাথে কথা বলার পর দিদার আমাকে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা জানাবেন। আফরা ভাল আছে মোটামুটি।

২। ২৪ জানুয়ারী: আফরার বাবার ইমেইল: Dear Ramiz Bhai /....... Bhai, Assalamualaikum. Hope you all r fine. Preeta is seems to be okay so far. She is having another two girls here besides the house which is equipped with Park.Yesterday & today is holiday here. So we spent time at outside to make her mind normal. She is okay with everything but searching her sister to come. Tomorrow she will admit at hospital & treatment will start Inshallah. She requires to take high dozes Chemo. We don't know how she will absorb & whether it will respond. But we don't have any option rather.Doctor will do brain & bone scan also.Regarding surgery they didn't say anything but they kept all the images & reports to verify among the team members.if 2/3 chemo respond ( I don't know the interval yet) then they will continue the total protocol & keep preparation for BMT. Pls. pray for her so that everything will be easier by the help of Allah. Thanks// Didar সারাংশ: আগামীকাল প্রীতা (আফরার ডাক নাম ) হাসপাতালে ভর্তি হবে। তাকে উচ্চ মাত্রায় কেমো নিতে হবে। কেমো নিতে পারবে কিনা বা কেমো কাজ করবে কিনা তা এখনই বলা যাচ্ছেনা। তার মস্তিষ্ক ও হাড়ের স্ক্যানও হবে।

যদি ২/৩টা কেমো কাজ করে তা'লে সবগুলো কেমো দেয়া হবে এবং বি এম টি (Blood and Marrow Transplant : রক্ত ও মজ্জা প্রতিস্থাপন)এর প্রস্তুতি নেবে। ২। ২৫ জানুয়ারী: আফরা হাসপাতালে ভর্তি হয়েছে। ৩। নীচের চিঠিটা প্রধান সমন্বয়কারী দাঃ রমিজের পাঠানো।

আপনাদের অবগতির জন্যে তুলে দিলাম: Dear Well Wishers of Afra, It has been little over a month since we pledged for financial support for cancer treatment of a little girl named Afra. The appeal was made to put back her smile on her innocent face with the blessings of Almighty Allah. Along with her parents Afra left Bangladesh on 18 th January 2010 for Singapore with the view of advanced treatment for her cancer. After consulting at National University Hospital, Singapore they decided to go to Thailand hoping for cheaper and affordable treatment cost. Without losing a day they were in Bangkok and got admitted to the Army Hospital. After few days of generalized examinations like haematological, biochemical and scanning, the consultant there has designed her treatment protocol as such ; 3 consecutive days of chemotherapy with interval of 3 weeks to be continued for 3 months after which they will evaluate her overall status and go for further treatment accordingly. As the treatment is of high dose there is every chances of Bone Marrow depression , infact which is an very emergency situation and requires Bone Marrow Tranplantation ( a very very expensive procedure) The first impulse of chemotherapy of 3 days have been administered and later discharged from hospital and since then staying with a Bangladeshi family ( cordial and very cooperative and above all they have children of Afras age for which she is comfortable) .After a few days Afras father returned to Chittagong for his job and also to give company to his other 2 children who have been left with their grandmother to look after. Afra's father Mr Didar will return Bangkok prior to the next impulse of chemotherapy. Regarding fund raising, it was indeed a display of our committments towards social responsibility. In the first 12 bank working days, we have seen an amount of Tk 30.00 lacs being deposited into Afra's fathers account and till 11th February 2010 already an amount of Taka 40,45,000/= has been contributed. This campaign was launched on 7th January 2010 by covering the news of Afra's illness and followed by a full page colour advertisement in Dainik Purbokone (sponsored by the newspaper itself) on the same day, pledging for a staggering amount of Taka 30.00 lacs for her advanced treatment. In conclusion, let me have an opportunity to thank everyone for the support extended to the Afra Support Group and further request to pray for Afra. Thanking all. With Regards. Dr M Ramizuddin Chowdhury ( Afra Support Group )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।