© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।
আমাদের প্রায় সবারই টরেন্ট এ ডাউনলোড করার সময়ে একটা অভিযোগ কমন থাকে যে,টরেন্ট এ ডাউন লোড স্পিড কম। এ সম্যসা থেকে পরিত্রান পাওয়ার জন্য আমি আপনাদের কিছু উপায় বলছি। আশা করি এতে করে ডাউনলোড স্পিড অনেকাংশে বৃদ্ধি পাবে।
প্রথমে ইউ টরেন্ট ওপেন করুন।
তারপর একদম কোনায় দেখবেন যে Preferences নামে একটি আইকন আছে। ওটা ওপেন করুন। এবং নিচের পদ্ধতি অনুসরন করুন।
প্রথমে Connection Select করুন এবং Random port এরValue 45682 দিয়ে পরিবর্তন করুন। এরপর OK করুন।
এর পরের ধাপ
Bandwidth এ ক্লিক করুন এবং Global Maximum number of connections এর Value 2329 করুন।
Then change the value Maximum number of connected peers per torrent: 1890
Then change the value Number of upload slots per torrent: 14
এর পরের ধাপ
Bittorrent এ ক্লিক করুন এবং Outgoing কে Enabled করুন
এর পরের ধাপ
এই ধাপটি গুরুত্বপূর্ণ তাই সাবধানে করবেন।
এখন Advanced option এ ক্লিক করুন এবং নিচের value গুলোর মত করুন।
bt.allow_same_ip এর false value কে true করুন।
bt.enable_tracker এর false value কে true করুন।
bt.no_connection_to_services এর true value কে false করুন।
dht.rate এর মান 2 করুন।
net.max_halfopen এর মান 66 করুন।
net.outgoing_max_port এর মান 50 করুন।
peer.disconnect_inactive_interval এর মান 900 করুন।
gui.bypass_search_redirect এর false value কে true করুন।
gui.delete_to_trash এর true value কে false করুন।
ipfilter.enable এর true value কে false করুন।
rss.update_interval এর মান 20 করুন।
পরিশেষে apply দিয়ে ok করে বেরিয়ে আসুন।
টরেন্ট নামানোর সময় অবশ্যই seeds দেখে নামাবেন এবং তা user verified কিনা তা দেখবেন। এই পদ্ধতি ব্যবহার করে আশা করি টরেন্ট এর গতি অনেকাংশে বৃদ্ধি পাবে। এটি আপনি আপনার বিট টরেন্ট এ ও ব্যবহার করতে পারবেন। তারপর ও কোন সমস্যা হলে সমাধান দেওয়ার চেস্টা করবো আমার জানার মধ্যে যতটুকু আছে। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।