আমাদের কথা খুঁজে নিন

   

লাল মোরগের মত চোখ লাল আমার



আমি গলার রগ ফুলিয়ে বলবো, লাল মোরগের মত চোখ লাল আমার ঝুঁটিতে যতই জখম হোক, আমাকে জবাই করার আগে, ডানা ঝাপটাবো আমি গলার রগ ফুলিয়ে বলবো, অই তো ওরা লাশ ও আইন দু'টোকেই গুম করছে আমরা যারা মৃত্য পাহারা দেই, হয় হুঁশিয়ার, আমরা যারা পরম আয়ুর ভাগ পেয়েছি, মানুষ হবার স্বাদ জেনেছি আমরা যারা মাসুম পলির বুকের ভেতর ফসল হয়ে ফুটে থাকি আমরা যারা নিজের জবান আর চিনি না, হাহাকারের হু হু বাতাস আমরা কতো বিনয় করে বলি আর কিছুকাল থাক না রে শ্বাস । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।