আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
আজকে দেখলাম সামুতে অনেকেই জ্বলে উঠছেন ১/১১ বিরুদ্ধে ।আহারে এইসব মানুষগুলাই বলছিলেন নির্বাচন হবেনা সামরিক সরকার চলতেই থাকবে আরও কত কি।কিন্তু কিছুই হয়নাই মধ্যে দিয়ে কিছু অতি ভাল মানুষ মাইর খাইল ।আহারে....................।আমার দাবি প্রতি পাচবছর পর পর ২ বছরের জন্য সামরিক সরকার ক্ষমতায় আসুক তারপর মাইর মাইর ।কি বলেন আসুক বার বার ১/১১
আর আরেকটা কথা আমরা মানে জনসাধারন তো ১/১১ পর দুই বছর আনন্দে ছিল।হরতাল নাই,হানাহানি মারামারি চাদাবাজী নাই।এক বাজার ধর ছাড়া সব জায়গাতেই আনন্দ আর আনন্দ তারউপর ইন্টারনেটের দাম ৭০ হাজার থেকে ২৭ হাজারে আনছেতো ফখরু ভাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।