সীমান্তের অতন্দ্র প্রহরী
Autumn 2010 এর জন্য ফিনল্যান্ডের বিভিন্ন University of Applied Science / polytechnic এ আবেদন করার সময় শুরু হল আজ থেকে, চলবে ১২ ই ফ্রেবুয়ারী পর্যন্ত। আবেদন করার Requirement হল
1. H.S.C / Diploma Engineering/ Equivalent certificate
2. Over all IELTS Band Score 6 (any score in any band accepted)
আবেদন করার প্রক্রিয়াঃ
http://www.admissions.fi এই ওয়েব সাইটে গিয়ে যথাযথ ভাবে ফর্ম ফিলাপ করতে হবে। তারপর আপনার কাগজপত্র গুলো তাদের উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
ভর্তি কমিটি যদি আপনাকে যোগ্য মনে করে তবে আপনাকে Admission test/ Entrance exam এর জন্য Invitation letter পাঠাবে। তা নিয়ে গিয়ে British council এ রেজিষ্ট্রেশন করে একটি পরীক্ষা দিতে হবে। তাতে টিকলে আপনি ভর্তি হতে পারবেন।
এ ব্যাপারে কোন কিছু জানার থাকলে মন্তব্য করতে পারেন। তাছাড়া সমগ্র ডেমো পেপার, বিগত বছরের প্রশ্ন, ব্যাংক স্টেটমেন্ট, Health Insurance ইত্যাদির নমুনা কপি এই সাইটে আপলোড করা আছে।
##আবেদন করার আগে কোন অঞ্চলের আবহাওয়া, Job facility কেমন তা দেখে আবেদন করা বুদ্ধিমানের কাজ।##
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।