আমাদের কথা খুঁজে নিন

   

New year

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই... একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

আরো একটা বছর ঝরে গেল কালের অনন্ত প্রবাহে .. সময় এভাভেয় চলে যাই .. কত কিছুই যে হারিয়ে যাই জীবন থেকে ... অনন্ত কাল প্রবাহে জীবন বিন্দুর চেয়েও নগন্য .. কিন্তু এঐ জীবনেরে সম্ভাবনা অফুরন্ত .. করার ও আছে অনেক কিছু ..!!! ঐ ক্ষুদ্র জীবনে মানুষের এক সময় মনে হয় , কত কিছু রয়ে গেল অপূর্ণ .. কত আক্ষেপ !!! কত স্বপ্ন ছিল !! কত কিছু করার ছিল !!! দেখতে দেখতে মাস , বছর , জীবন তাই কেটে গেল . ব্যক্তি জীবনে , জীবন এ হচ্ছে সময় . নতুন বছর , পুরাতন বছর , সব এ এঐ জীবনের হিসাবেই .. একটি বছর হলো ৩৬৫ দিন , রাত্রি , সূর্যোদয় আর সূর্যাস্ত .. নতুন বছর বেশির ভাগ সময় এ স্বপ্ন পূরণ করতে পারে না .. তবুও মানুষ অদেখা , অনিশ্চিত ভবিস্শ্য়ত এর দিকে তাকিয়ে থাকে .. ভাভে নতুন বছর তার স্বপ্ন পূরণের সঙ্গী ... তাই নতুন বছর নিয়ে আমাদের এঐ আবেগ ... তাই নতুন বছর এত আনন্দময় ...!!! পুরনো বছর এর শেষ দিন কিম্বা নতুন বছর এর প্রথম দিন এমন আহামরি কিছু নয় .. আর দশ তা দিনের মতই এর সূর্যাস্ত বা সূর্যোদয় ... নতুন বছর এ কোনো নতুন ফুল ফুটে না , পাখির ডাক ও আগের মতই .. তবু কোনো নতুনত্ব না থাকেল এর বিশেষত্ব আমাদের মনে .. অনুভাভ এ ..! কথা আছে .. মানুষ নাকি স্বপ্ন দেখে , তাই সে বাচার অনুপ্রেরণা পায় .. আশা ই বাঁচিয়ে রাখে মানুষ কে .. সকল হতাশা বঞ্চনা আর কষ্টের গ্লানি থেকে ... আর সেই স্বপ্ন দেখে মানুষ যাই অনেক দুউর ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।