আমাদের কথা খুঁজে নিন

   

" লম্পট"

"পুখু সুবু কুরু রুবু রুতু পুহুল, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু

রাস্তা দিয়ে হাঁটার সময় হাবু মিয়ার সামনে এসে দাঁড়াল এক কাবু লম্পট। লম্পট বলল: আপনি কোথায় যাবেন? হাবু্ বলল : কেন? তোমার দরকার কি? লম্পট : না, মানে আপনাকে তো চেনা চেনা লাগছে, এই আর কি। হাবু : তুমি আমাকে চিনো নাকি? লম্পট : হ্যাঁ স্যার আপনাকে তো আমি ভালো করেই চিনি। আপনি অনেক মহৎ মানুষ। আপনি পারলে আপনার জীবনটুকুও মানুষের জন্যে দিয়ে দিতে পারেন।

হাবু : মানুষ মানুষের জন্য। আমি আজীবন মানুষেযর জন্য কাজ করে যাবো। লম্পট : স্যার ইয়ে মানে আমি খুব অসুস্থ্য। আমাকে যদি......... হাবু : আর বলতে হবে না...............আগে বললেই তো হতো। লম্পট মনে মনে বলল : আমি কাবু লম্পট হাবুকে একদম কাবু কইরে দিয়েছি।

হ্যাঁ ........................হ্যাঁ ...........................হ্যাঁ...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।