আমাদের কথা খুঁজে নিন

   

একটা ডিজিঠাল ওয়াল বানাইলাম

তোমার যত অভিনয়, আর স্বস্তা কান্না... শুনিয়ো তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না

আসলে আগেই বানাইছিলাম, আইজকা ভাবলাম বানাইছি যখন, সবাইরে দেখাই একবার এইটা কিতা?? এইটা একটা ওয়াল তয় ইট পাথরের না, কাচ বা পেলাস্টিকেরও না ইডা হৈল ডিজিটাল ওয়াল আইচ্ছা, অনেক গেজাইলাম, এইবার সব কিলার-কাট কৈরা কই। এইডা একটা ওয়েবপেজের মত, যেখানে পুলাপান (মানে লুকজুন আরকি) ঢুইকা এইডা-সেইডা লিখবার পারবো। আসলে জিনিসটা আমার নিজের কামের লিগাই বানাইছিলাম। আমার ল্যানে বহুত মুভি, সফটোওয়ার, সবকিছুরই ছড়াছড়ি। খালি কামের সময় কিছু পাওয়া যায়না মানে ধরেন আমার অমুক মুভি দরকার, যেইডা তমুক কারো কম্পুটারে আছে।

এখন আমার বইসা থাকতে হয় এই মুভিডা কারো কাছে আছে কিনা, থাকলে কার কাছে আছে, কারো কাছে থাকলে জানাও, শেয়ারে দাও ইত্যাদি ইত্যাদি। কিন্তু ল্যানের লুকজনরে এইডা জানামু ক্যামতে? তখন ভাবলাম নিজে জ্যামপিপি দিয়া দুই মিনিটে একটা সার্ভার বানায়া নেই, হের পরে নিজেই একটা সাইট খুইলা ওয়াল বানামু যেখানে পুলাপান আইসা কইবো আমার এই জিনিসটা দরকার, কারো কাছে আছে? কেউ থাকলে রিপ্লাই দিবো। না থাকলে কইবো ওমুকের কাছে আছে তারে খোচাও। এমনে একটা কমিউনিটির মত আর কি। তো খুশির খবর হৈল, জিনিসটা রেডি হইছে।

তো খালি আমিই ইউজ করুম তাইলে চলবো? আপনাগো সবার লিগা এইটা পুরাই ফিরি, ডাউনলোড করেন আর ইউজান। বি:দ্র: এইটা কিন্তু পুরাই বিজ্ঞাপনী পোস্ট। বিজ্ঞাপন কর্লাম কারন এইডা আমার করা পয়লা ওপেনসোর্স প্রজেক্ট বিস্তারিত: অপিশিয়াল লিংকু জ্যান্ত প্রদর্শনী (লাইভ ডেমু ) ডাউনলোডান এইখানে আর কারু কুনু প্রব্লেমো হৈলে কমেন্টে নির্দ্বিধায় জানাইবেন, সাধ্যমত হেল্পু করা হৈবেক। নিজের সার্ভার বানাইতে না পারলে গুগল করেন, কিভাবে দুই মিনিটে xampp দিয়া নিজের সার্ভার বানানো যায়। আর না পারলে একটু ওয়েট করেন, নিজেই পুস্ট দিমু ভাবতাছি আর যারা একটু বেশি গিয়ানী, তারা বুঝতে পারতেছেন কোড তেমন কোন চেঞ্জ না কইরাই ল্যানের বদলে যেকোন ওয়েবসাইটে ওয়াল হিসেবে ইউজ করা যাবে।

কোনো ডেটাবেইজ ইউজ করা হয়নাই ফ্রি হোস্টিং গুলার কথা চিন্তা করে। আর ভালো কথা, পিএইচপি, জেকোয়ারি ইউজ করা হইছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.