আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গ-বন্ধুকে

তবু আমি আলোর স্বপ্ন-ই দেখি

অতঃপর- কুয়াশার চাদর একদিন সরে যাবে গনগনে রোদের উত্তাপে তেতে উঠবে দুপুরটা ব্যস্ত রাস্তায় গাড়ি চলবে রোজকার মত আখের রসে শান্তি খুঁজে নেবে ঘর্মাক্ত রিকশাচালক তারপর একদিন- চত্বরগুলো ভিজিয়ে দিয়ে অঝোর ধারা নামবে সোঁদা মাটির গন্ধ ছড়িয়ে রাস্তার ধারে চায়ের কাপে মিশে যাবে বৃষ্টির ফোঁটা প্রেমিকার চোখের অতলান্তিকে ডুব দিয়ে দিশেহারা হবে প্রেমিক তারোপর- আবারো একদিন হিম রাতেরা আসবে কুয়াশার চাদরে হামাগুঁড়ি দিয়ে মুক্তমঞ্চ হবে শুনসান, চায়ের কাপের টুংটাং আর হাজারো কন্ঠের কোলাহল থেমে যাবে রাতের প্রথম প্রহরেই একলা শুধু ডেকে যাবে বেওয়ারিশ কুকুর তখন- আমার হঠাৎই মনে হবে তুই এসেছিলি এমনই একটা সময়ে, কুয়াশাচ্ছন্ন সোডিয়াম বাতির অতিপ্রাকৃত আলোর ভেতর থেকে জলজ্যান্ত বাস্তব তুই বেরিয়ে এসেছিলি এমনই একটা সময়ে। [লেখাটি ইতিপূর্বে ফেইসবুকে প্রকাশিত] ছবি কৃতজ্ঞতা- গুগল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।