আমাদের কথা খুঁজে নিন

   

'ভাল থেকো' বলে অকারণে

সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে

দিয়ে গেছে হৃদয়ে সন্ন্যাস ঘরজোড়া অগোছালো দিয়ে গেছে সেই এক বাতাবির ঘ্রাণ। খঞ্জরী কিছু আছে স্পর্শচিহ্ন দিতে জানে খুব তিথিকৃ্ত্য শেষে খিলখিল হেসে ওঠে; আমিওতো পান করি বিজলীর চোখ - জলরূপ পান করি বন্যায় ভাসানো বিনাশ। আমিও যে ধ্রুবলোক চিনি ! দীপ্র সূর্য থেকে কৃষ্ণপক্ষ অবশেষ, দৃষ্টির মিহিজাল বুনি; আজ চাঁদক্ষয়ে বেড়েছে যে ধ্যানীর নিশীথ - প্রেমযোগ্য অবোধ বিষাদ বিবাগী সান্ধ্যপথ ভরে গেছে বাতাবির ঘ্রাণে -- সাঁঝবাতি হাতে কারো শ্যামনীল ঠোঁট কাঁপে- 'ভাল থেকো' বলে অকারণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।