আমাদের কথা খুঁজে নিন

   

যৌথ ত্রাণ টিমের শীতবস্ত্র বিতরণ

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও প্রগতিশীল চিকিৎসক ফোরাম (পিডিএফ) এর যৌথ টিম ৯ জানুয়ারী যাত্রাপুর, রাজারহাট উপজেলার সিঙ্গীমারী ও সাহেব বাজারে দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা ও কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শীতবস্ত্র প্রদান করেছে। শীতবস্ত্র প্রদান কর্মসূচিতে শীতার্তদের মাঝে ২৩০ পিস কম্বল ও অন্যান্য বস্ত্র বিতরণ করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু, বাসদ নেতা মোনাব্বের হোসেন মিন্টু, এড. আমজাদ হোসেন, আবুল বাশার মঞ্জু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা সাঈদ আখতার আমীন, রোকনুজ্জামান রম্নকু ও মৌসুমী আখতার বুবলী এবং প্রগতিশীল চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ । পিডিএফ এর মেডিকেল ক্যাম্পে শীতে আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, ডাঃ পলাশ, ডাঃ টুম্পা, ঢাকা মেডিকেলের শেষ বর্ষের ছাত্র ফ্রন্টের কর্মী বিশ্বজিৎ ও শাওন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ এক বিবৃতিতে শীতার্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্যে সমাজের সমর্থবানদের প্রতি আহবান জানান। একই সাথে সারা দেশের নেতা- কর্মীদেরকে শীতবস্ত্র ও অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আহবান জানিয়েছেন। তিনি ঢাকা নগরবাসীকে শীতবস্ত্র, কম্বল, সোয়েটার ও নগদ অর্থ বাসদের ত্রাণ তহবিলে ২৩/২ তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ স্বতন্ত্র পরীক্ষাহল ও ক্লাসরুম নির্মাণ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে সারা বছর ক্লাস চালু রাখাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ দফা বাস্তবায়নের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ জানুয়ারি শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্ম সূচি গ্রহণ করেছে। ১০ জানুয়ারি ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত এক সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

বেলা ১২টায় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশে মিছিল শুরু হবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ফখরুদ্দিন কবির আতিক ও সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান। নেতৃদ্বয় সংগঠনের নেতা-কর্মীসহ সমর্থকদের প্রতি যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। বেগম সুফিয়া কামালের নামে ইডেন কলেজের নির্মাণাধীন হলের নামকরণ করতে হবে ১০ জানুয়ারী বেলা ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার উদ্যোগে ইডেন কলেজের নির্মাণাধীন হলের নামকরণ বেগম সুফিয়া কামালের নামে করার দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ করে। স্মারকলিপি পেশের পূর্বে ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখা একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ শাখার সভাপতি তাপসী রাবেয়া আঁখি, সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা ও সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা বাড়ৈ। সমাবেশ নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।