বাঙলা কবিতা
দুপুরের ভাতঘুম, অকারনে গড়াতে গড়াতে
আজ পৌঁছে গেল
সন্ধ্যার দুয়ারে । সমবেত পাঁচ জন
তাকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল
দীর্ঘ পাইনঘেরা অচেনা এক গোরস্তানে... তারপর ...
ট্রিগারে আঙুল রেখে, নিমেষে শিখিয়ে দিলো ___
চৌ দ্দ ই জা নু য়া রি কাহাকে বলে !
চৌদ্দই জানুয়ারি শেখানোর যন্ত্রণাহীন এই আশ্চর্য কৌশল
আমরা রপ্ত করেছিলাম, চল্লিশ দশকেই ...
তবু রাতের আকাশে এক
রূপালি সূর্যের মতো
চৌদ্দই জানুয়ারি জেগে উঠলো ...
নব্বই দশকে ...
আসুন, যুগপৎ সুখ ও শোক বোঝাতে
তাকে আজ ভিন্ন কোনও নাম ধ'রে
সম্বোধন করি !
আর ইতিহাসে লিখে রাখি :
চৌদ্দই জানুয়ারি কারও জন্মদিন নয় ___
======
৩১/০৭/১৯৯৮
বাগেরহাট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।