"মুদ্রাদোষ"
আমি লেট করে যাবো আমার ফিরতেও লেট হয়ে যাবে
হাজিরা খাতা ভরে উঠতে থাকবে শুধু লাল কালিতে
তোমার কব্জিতে কী শান্ত সমাহিত সময় বেঁধে রেখেছ
আমারও ছিল বটে একসময়; দূর পাল্লার বাসে যেতে যেতে
খোলা জানালায় হঠাৎই মহাকাল থেকে উড়ে এসে এক পাখি
ঠোঁটে করে নিয়ে গেছে আমার সময়
মাঝে মাঝে রাতে প্রাচীন সেই মাতামহী তিনবার ডেকে ওঠে
আমারও তখন ঘুম থেকে জাগবার সময় হয়েছে যেন
আর ঠিক সেই মুহূর্তে বধিরতা ভর করে
বুকে হেঁটে চলা মানব মানবীর গৃহকোণগুলো ঘিরে
আমি শুনি নীরবতা, শীতের ঝরাপাতারা আসে
ফিসফিসিয়ে বলে;
ওদের হরিৎ উৎসব হবে_ তোমার কংক্রিট শহরে...
তোমার স্মৃতির পালক দিয়ে বড়জোর কান চুলকানো যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।