শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।
১। সারের ওপর নজীরবিহীন পরিমানে ভর্তুকী দিয়ে চালের মূল্য সর্বকালীন সময়ের উচ্চতম মূল্যে অবস্থানে নিয়ে যাওয়া।
২। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধ্বগতির সর্বকালের রেকর্ড ভংগ করা।
৩। ছাত্রলীগের দেশব্যাপী তান্ডবে সহায়তা করা।
৪। তিপাইমুখ বাধঁকে দেশের জন্য মংগলজনক প্রকল্পে রূপান্তর করা।
৫।
প্রস্তাবিত এশিয়ান হাইওয়েকে ভারতীয় করিডোরে পরিনত করা।
৬। দেশের খনিজ সম্পদকে বিদেশীদের উপহার দেয়া।
৭। ডিজিটাল সময় চালু করে জনগনের ভোগান্তি বৃদ্ধি করা।
৮। ঢাকা শহরে লেইন পদ্ধতি চালু করে যানযট দ্বিগুন বাড়ানো।
৯। আইন শৃংখলা পরিস্থিতির অবনতি করা।
১০।
সীমান্তে পাখীর মত বিএস এফের গুলিতে শত শত বাংলাদেশীর মৃত্যুতে নিরব দর্শকের ভুমিকা পালন করা।
১১। ভারতীয় রাষ্ট্রদুতের সারমেয় সুলভ আচরনেও কুটনৈতিক শিষ্টাচার ভংগ হয়নি বলে ফতোয়া দেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।