আমাদের কথা খুঁজে নিন

   

" তুই আর আমি অভিন্ন দেয়াল "



চলমান ক্যমেরায় স্থির ফটোগ্রাফ আলো খেলা চলে ছায়ার শরীরে জানা অজানা কথার কত লুকোচোরি তুই আর আমিতে রাতের পথযাত্রা। সূদূরের লাবন্য হারানো পথের পরিখা ঝড়ে বৃষ্টিতে কাঠফাঁটা মরু রোদ্দূরে আচ্ছন্ন শব্দের কত অঘাত বিশ্বাস তপ্ত মনভূমির একফোঁটা বিস্মৃত জল শায়িত বায়ূর মর্মস্পর্শী ক্লীব বেদনার জড়িয়ে যাওয়া নিভৃত সান্দ্র আবেশ। তুই প্রবুদ্ধ প্রভাতের হিতৈষী কুসুমকলি আমার মধ্যবেলার শ্যামল আঙ্গিনা সর্তবিহীন সম্পর্কের জমির দখলদার। আমাতে তুই মায়ার ইন্দ্রজালের কথার বাণ রুদ্ধ বাতায়নের নিরবয়ব মনের ময়ূর তুই আমার অনুভূতির হৃদকমল নিরন্তর ক্ষরনের ধার্য্য নিবাত আলয় সম্পর্কের সবুজ জাগরূক কাচারিঘর আমি বিচ্ছন্ন হব তুর থেকে সুচির মরনে কারন তুই আর আমি অভিন্ন দেয়াল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।