আমাদের কথা খুঁজে নিন

   

৩ বছর পর ধ্বংসাত্মক পান্ডা ভাইরাস ফিরে আসার সম্ভাবনা



বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী দেশ হিসেবে চীন দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইনে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে চীন সরকার৷ সম্প্রতি চীনের জাতীয় ভাইরাস রেসপন্স সেন্টার ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, ৩ বছর পূর্বে চীনে ব্যাপক ৰতিসাধন করা পান্ডা ভাইরাস নতুন রূপে ইন্টারনেট ব্যবহারকারীদের কম্পিউটারে আঘাত হানার সম্ভাবনা থাকায় অনলাইনে অবাঞ্চিত এইচটিএমএল ফাইল ডাউনলোড করা হতে বিরত থাকতে হবে৷ উল্লেখ্য, ২০০৬ সালের শেষ দিকে পান্ডা ওয়ার্ম যা ফুজেক্স নামে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং লাখ লাখ কম্পিউটার ভাইরাসে আক্রান্ত করার মাধ্যমে কম্পিউটার সমূহের নিরাপত্তা ব্যাপকভাবে বিনষ্ট করেছিল৷ এবারের নতুন এ পান্ডা ভাইরাসটি একজন কম্পিউটার ব্যবহারকারীর পিসির নিরাপত্তা নষ্ট করার মাধ্যমে সংরৰিত ফাইলসমূহ বিনষ্ট করার পাশাপাশি পুরনো সংস্করণের এন্টিভাইরাস প্রতিরোধ ৰমতা বিনষ্ট করার সৰমতা সমৃদ্ধ বলে আশংকা ব্যক্ত করেছেন অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা৷ ফলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই পান্ডা ভাইরাসটি ৩ বছর পূর্বের পান্ডা ভাইরাসের তুলনায় অধিক ধ্বংসাত্মক ৰমতা সমৃদ্ধরূপে ব্যবহারকারীদের পিসিতে আঘাত হানতে পারে৷ ইন্টারনেট ব্যবহারকারীদের পুনরায় আঘাত হানতে পান্ডা ভাইরাসটি নতুন সংস্করণ তৈরি করা হয়েছে যা প্রতিরোধের ক্ষেত্রে সর্বশেষ সংস্করণের এন্টিভাইরাস ব্যবহারের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের পাঠানো ইমেইল সমূহ ওপেন না করার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন অনলাইন নিরাপত্তা প্রদানে নিয়োজিত বিশেষজ্ঞরা৷ - ইশতিয়াক মাহমুদ তথ্যসূত্র : ইত্তেফাক তারিখ : ০১-১২-২০০৯ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।