আমাদের কথা খুঁজে নিন

   

কত নীচে নামা যায়



ক্রমশঃ নীচে নামছি। মা বলে অধপতন বাবার অবাক দৃষ্টি... মুখ-জিহ্বা, হাত-চোখ কোথাও স্থির থাকেনা; জনঅরণ্য অথবা নির্জন ঐ সাহারায় সব করি তচনচ। সর্বভুখ-সবকিছু চেটেপুটে লুটে খাই, মা ঢাকে আঁচলে মুখ বাবার খোঁজ অতীত; আমি কানে তুলো দেই চোখে কালো চশমার সুদৃঢ় প্রাচীর তুলি.. মা-মাটি এবং মানুষ সব দেখি নষ্ট চোখে কিন্তু কিছুই দেখিনা। আমি রাষ্ট্র গিলে খাই খাই আকাশের চাঁদ, রাজা-রানী প্রজা খাই মেটেনা তবু এ স্বাধ। প্রতিনিয়ত দানব জন্মে আমার ভেতর, দানবের অনাসৃষ্টি.. সংবিধান-বিধিমালা পুঁড়ে ফেলি কামনায় গড়ে তুলি পশু রাজ্য। আমি দেখতেই চাই নীচে নামতে নামতে কত নীচে নামা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।