আমাদের কথা খুঁজে নিন

   

কাল বিকেল চারটা 'ছবির হাট' আড্ডা নয়, পাশে দাড়ানো।

পরাঞ্জয়ী...

Click This Link আমাদের সবচেয়ে বড় অসহায়ত্ব আমরা মানুষ, আবার সবচেয়ে বড় সাহস আমরা মানুষ। আমরা অসহায় তখন, যখন কাউকে পাশে পাই না, আপনি চিন্তা করুন কোন একটা গহীন বনে আপনি একা শুধু একা সময় কাটাচ্ছেন, অথবা ব্যাস্ত কোন কোলাহলে সবাই আপনার চারপাশে আছে কিন্তু আপনাকে নিয়ে কারো কোন মাথাব্যাথা নেই। এখন শীতকাল, প্রচন্ড শীত চারপাশে, আমরা ঘরের মধ্যে লেপের নিচে অথবা গরম কাপড় জড়িয়ে, যখন নেটে ব্লগিং, টিভিতে খেলা, বিনোদন উপভোগে ব্যাস্ত একই সময়ে কিছু মানুষ নিজেদেরকে উষ্ণতা দিতেই হিমসিম খাচ্ছে। এরা পথের মানুষ, এরা শীতার্ত অবহেলিত অসহায় মানুষের দল। মনের গহীনে এদেরও স্বপ্নখেলা করে, তাই বাঁচার সংগ্রামে নিরন্তর পথে পথে উষ্ণতা খুঁজে ফেরা। আমরা তো আমাদের নিজেদের উষ্ণতার কিছু ভাগ এদের সাথে ভাগ করে নিতে পারি! এতে কিছু মানুষ নিজেদের মানুষ ভাবার সাহস টুকু পাবে। তাই আপনাদের প্রতি আবেদন আপনারা যে যেমন ভাবে পারেন, এগিয়ে আসুন এদের পাশে। আপনাদের ছোট্ট একটু হাত এদের জন্য বড় কোন প্রাপ্তি! একটি বার পথে নেমে এই মানুষগুলোর চোখের দিকে তাকান, নিরব আকুতি খুঁজে পাবেন তাদের চোখ বলছে, "অনেক শীত! তুমি মানুষ, আমি মানুষ, একটুকু পারোনা আমাকে সাহায্য করতে?" কাল বিকেল চারটায় আমরা ক'জনা একত্রিত হবো 'ছবির হাট' শীতার্ত মানুষের পাশে দাড়াতে, আপনারাও আসুন.. বিকেল ৪:০০ টা। ছবির হাট, ঢাকা বিশ্ববিদ্যালয়। চারুকলার অপর পাশে যোগাযোগের জন্য মনসুর ভাইয়া: ০১৬৭০৯২১৭৩৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।