বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।
এই বিষয়ে অনেক পোষ্ট এসেছে এই ব্লগে। আমরা হয়তো তেমন গুরুত্বও দেব না। কিন্তু ব্যক্তি পর্যায়ে অসচেতন ও বাঙ্গালীর স্বভাবজাত বৈশিষ্ট্য বিনা পরিশ্রমে ধনী হবার লোভ।
এ থেকে আমরা দুরে থাকতে পারি না বলে এমন ঘটনা বার বার ঘটে। দেখুন নিচের ঘটনাটি-
নাটোরের বড়াইগ্রামে পুরস্কারের লোভে ধার-কর্জ করে মোবাইলে লোড দিয়ে প্রতারণার শিকার হয়েছেন জনৈক প্রতিবন্ধী ভ্যানচালক। গত মঙ্গলবার পুরস্কার দেয়ার নির্ধারিত দিনে পুরষ্কার দাতাদের কোন খোঁজ না পেয়ে রীতিমত হতাশ হয়ে পড়েছেন তিনি।
গত সোমবার সকালে নিজেকে বাংলালিংক কোম্পানীর কর্মকর্তা পরিচয় দিয়ে (০১৯১৪৭০৪৪০৭ নম্বর থেকে) জনৈক ব্যক্তি বড়াইগ্রাম উপজেলার কালিবাড়ি মহল্লার প্রতিবন্ধী ভ্যানচালক সাইফুল ইসলামের মোবাইলে কল করে তাকে জানায় যে সে ১৪ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা পুরষ্কার জিতেছে। পুরষ্কার তার বাড়িতে এসে দিয়ে যাওয়া হবে।
তাদের যাতায়াত খরচ বাবদ ২ হাজার টাকা লোড দিতে বলে। পরে তাদের দেয়া দুটি একটেল নম্বরে (০১৮২২৮৬১২৬৪ ও ০১৮২০৫৬৬০৬৬) তিনি ধার-দেনা করে চাহিদানুযায়ী টাকা পরিশোধ করেন। গতকাল মঙ্গলবার পুরস্কার দেয়ার নির্ধারিত দিনে তাদের কোন খবর না পাওয়ায় এবং বারবার চেষ্টা করেও মোবাইল করে বন্ধ দেখে রীতিমত হতাশ হয়ে পড়েছেন। একদিকে পুরস্কার না পাওয়ার ব্যর্থতা অন্যদিকে ধার করা টাকা পরিশোধের দুশ্চিন্তায় তিনি এখন রীতিমত মুষঢ়ে পড়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।