আমাদের কথা খুঁজে নিন

   

আপন নামে! আপন রুপে!!



অনেক দিনপর ব্লগে এসে মনে হল, আমার ব্লগার বন্ধুরা অনেকেই নিজেদের প্রকৃত নাম বা ছবি নিয়ে ব্লগার পরচিয় দিতে হয় সংকোচ বোধ করনে অথবা ভয় পান। তানা হলে ব্লগে ব্লগার দের যে ছবি এবং নাম দেখায় সেখানে অনেক মহাশয়গনের যে আসল নাম এবং ছবি নেই তা আমি হলফ করে বলতে পারি। শুধু জানতে চাই এর কারন কি কোথায় সমস্যা। লখোটেকে সহজ ভাবে নয়োর জন্য অনুরোধ রইল। কোন ব্লগাররে কাছে যদি সংগত কোন ব্যাখা থাকে জানাতে অনুরোধ রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।