আমাদের কথা খুঁজে নিন

   

আজকের খেলা এবং কিছু স্মৃতি!!

ুাুিইাু্

আজকের খেলা নিয়ে একটু আগে একটা পোষ্ট দেখলাম, উনি যে অনুমান করেছেন সেটায় যেন হয় আমি মনে প্রানে চাইছি। একটা সময় ছিল যখন খেলার জন্য খুব পাগল ছিলাম। এখনো আমার চোখে জল জল করছে সেই দিন গুলোর কথা। এই খেলা নিয়ে সবচাইতে বেশি মাতা মাতি করেছি ছাত্র থাকা কালে। কত কত সয়ম নিয়ে যে খেলা দেখতাম আজ ভাবতেই কেমন জানি লাগছে।

তবে ভাবতেই ভাল লাগছে যে সময়টা বাংলাদেশের খেলার নতুন যুগের সূচনা সেই সময়টা আমি খুব ভাল করে দেখেছি। আজও মনে পড়ে সেই দিন গুলোর কথা। আমি অনেক চেষ্টা করে ডাইরিটা ঘেটে আমার জীবনের প্রথম ষ্টেডিয়ামে খেলা দেখার তারিখটা মনে করলাম। সেই দিন ছিল ২৩/১২/০৪ তারিখ দিনটা আমার মনে নাই, ডাইরিতে খুজে পেলাম না, চট্রগ্রামের এম এ আজিজ ষ্টেডীয়ামে, বাংলাদেশ-ভারত একদিনের ম্যাচ ছিল, ওই দিন খেলা দেখার পর আমি বলেছিলাম এর পরের ম্যাচে বাংলাদেশ কিছু করবে, এবং পরের ম্যাচেই ভারত ধরা, তারিখঃ ২৬/১২/০৪ইং। যাই হোক না কেন, ওইদিন ক্লাস ফাকি দিয়ে খেলা দেখে কি যে মজা পেয়েছিলাম আমি আজোও সেটার অনুভূতিটা ভুলতে পারি নাই।

আমার সাথে আমার আরও অনেক বন্ধু ছিল হয়তবা এই জন্য বেশি মজা পেয়েছিলাম। ওইদিনের আগে আমি অনেক বার খেলা দেখেছি টিভিতে, কিন্তু একটা জিনিস লঅক্ষ্য করলাম যে ষ্টেডিয়ামে বসে খেলা দেখার মজাই আলাদা। একবার দেখুন কি কান্ডটায় না করেছিলাম। আমি তখন চট্রগ্রামে থাকতাম, আমার ঠিক মনে নাই তারিখটা কত বাংলাদেশ-শ্রীলঙ্কা একদিনের ম্যাচ চলছিল বগুড়াতে। আমরা দুইজন বন্ধুমিলে প্লান করলাম আমরা বগুড়াতে যাব খেলা দেখতে।

আমার আবার একটা খুব বাজে অভ্যস আছে, মাথায় যেটা চাপে সেটা না পর্যন্ত শান্তি পাই না। রীতিমত ক্লাস ফাকি দিয়ে আমরা চলে গেলাম বগুড়াতে, কিন্তু প্রথম অর্ধেক দেখতে পারিনাই, যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিল। কিন্তু শেষ অর্ধেক দেখে যা মজা পেয়েছিলাম না, ওটায় ছিল আমার ষ্টেডিয়ামে যেয়ে দেখা বাংলাদেশের প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে বিজয়, এবং আমারো প্রথম ষ্টেডইয়ামে বাংলাদেশের বিজয়। অনেক মজা পেয়েছিলাম। আজও আমার স্মৃতির পাতায় উজ্জল।

আজকের খেলাটা খুব মিস করব, খুব ইচ্ছে করছে ষ্টেডিয়ামে যেয়ে খেলা দেখতে, কিন্তু পারি না, অনেকটা সময় পেরিয়ে এসেছি, এখন যে আর যা ইচ্ছা তাই করতে পারি না। জীবনটা একটা গন্ডির মধ্যে আটকে পরে গেছে। আজ অফিসে বসে আফসোস করা ছাড়াত আর কিছুই করার নাই, খেলাটা চট্রগ্রামে হলে একটা রিস্ক নিতাম। বুত হল না। কিন্তু আমি খুব বেশি আশা করব বাংলাদেশ যেন আজকের এই ম্যাচটা জিতে যাক।

অনেক্ষন কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।