আহা ! কি আনন্দ আকাশে বাতাসে....
মোবাইলটা নিয়ে ডাইনিং এর চেয়ারটার উপরে বসে আরাম করে নেট ব্রাউজ করছিলাম। আমার হাতে মোবাইলটা দেখে আমার চার বছরের ভাগ্নিটা হাজির।
"মামনি আমার ছবি তুলে দাও। "
"না আমি কাজ করতেছি,পরে তুলে দিব"-কড়াস্বরে বললাম।
"দাও না মামনি প্লিজ"-কন্ঠস্বরে করুন আর্তি।
"ঠিক আছে টিভির পাশে লক্ষী হয়ে দাঁড়াও। "
"নাহ। এখানেই তুলে দাও। আমি রেডি। "
"ওকে"
ক্যামেরা অন করে ছবি তুলতে গিয়ে আমি তো পুরাই টাসকি।
এইটুকুন পিচ্চির পোজ দেখে মনে মনে ভাবলাম হায়রে বোধহয় আমিই ক্ষ্যাত
আপনারা নিজেরাই বলেন দেখি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।