আমাদের কথা খুঁজে নিন

   

শীত কথোপকথন

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

একটা পাহাড়বিহীন রাতে উঠে যাবার জন্য আমি হাঁটছি তোমার পাশে পাশে আর খেই হারিয়ে ফেলছি দম হারানোর মতই এই শীতে কেউ আমার জন্য বস্ত্র নিয়ে আসবেনা জানি আদমের ছাল আঁকড়ে জমে আছে হাড় হাড়ের ভেতরে মজ্জা মজ্জার ভেতরের শোক উষ্ণ রক্ত না পাবার আমি হাঁটছি কথা বলতে বলতে অশরীরি পাহাড়ের সাথে সে কি নিবিড় আলাপন তোমার দুটো সু উচ্চ হাতড়েও এমন কথা হয়নি ত্বকের উপরে ভেসে থাকা লিলুয়া বাতাসে ঘুড়ি উৎসব তোমার মান্জায় কেটে যায় কথার সূতা বারবার এই শীতে ফানুস জ্বালাবেনা তুমি চিরকালই তোমার লেপ কম্বল দরকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।