আমাদের কথা খুঁজে নিন

   

গত এক বছরে সরকার সফল না ব্যার্থ ?

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।

আমাদের দেশের বেশির ভাগ জনসংখ্যা যেখানে অশিক্ষিত, ৮০% জনগন যেখানে গ্রামে বাস করে করে। দেশের বেশির ভাগ জনগন যেখানে রাজনীতি সম্পর্কে সচেতন নন । সেই দেশের সরকারের সাফল্য কিংবা ব্যার্থতা নির্নয় করা করবে কারা । আমাদের দেশের বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ মানে সরকারি দলকে জিজ্ঞাসা করলে বলবে গত একবছর সরকার পুরোপুরি সফল।

সফলতার হাজার রকম ফিরস্তি দেয়া শুরু করা করবে। আবার বিরোধি দল মানে বি, এন পির যে কাউকে জিজ্ঞাসা করলেন বলবে সরকার ১০০ ভাগ ব্যার্থ। আর এটি বিস্বাস করাতে তারা ও হাজার রকম ফিরস্তি দেয়া শুরু করা করবে। কিন্তু আসল সত্যি কোনটি ? দেশের সুশিল সমাজ, তা ও দুই ভাগে ভিবক্ত। যে দেশের ডাক্তার, আইনজীবি,শিক্ষক থেকে শুরু করে হকার্স রা পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত।

তাহলে গত এক বছরে সরকার সফল না ব্যার্থ তা জানার জন্য সমস্ত ব্লগার দের মধ্যে একটি জরিপ চালাই। আপনার দৃস্টি তে সরকার কি সফল না ব্যার্থ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।