মোটামুটি আমরা সবাই এখন ক্রিটিক-এর সাথে কম-বেশী পরিচিত। আদিত্য শাহীন সম্পাদিত ভিন্ন মাত্রার সমালোচনাপত্রটি নিজের স্বকীয় বৈশিষ্টের কারনে ইতিমধ্যেই একটা শক্ত অবস্থান গড়তে সক্ষম হয়েছে। পত্রিকাটি সম্পর্কে এর আদিত্য শাহীনের বক্তব্য হচ্ছে- "Critic, A Review-based Monthly Periodical. Get going with a brand new critical expedition. Impartial views, notions, thoughts, pragmatic discussions, literary innovativeness, global articles, reminiscence, travel-stories, history, social norms, politics, translations- we invite your wit to tackle the genres. However, it is you who decide your own genre. Enjoy the freedom of expression." (এই বক্তব্যটি ক্রিটিক-এর অনলাইন এডিশনের সৌজন্যে প্রাপ্ত। কেউ পত্রিকাটি পড়তে চাইলে ঢুঁ মারুন এই লিংকে : http://www.criticbd.com/)
এই পোষ্ট/চিরকুটটি ক্রিটিক-নিয়ে অবশ্য আলোচনার জন্য লিখতে বসিনি। বসেছি আপনাদের সাথে এক লেখককে পরিচয় করিয়ে দিতে।
সালেহ বিপ্লব-এর সাংবাদিক সত্ত্বার সাথে আমার পরিচয় দীর্ঘ দিনের। তবে টিভি সাংবাদিক হিসেবেই তাকে চেনা হয়েছে। এর আগে তিনি হয়ত কোন এক সময়ে প্রিন্ট মিডিয়ায়, মানে পত্রিকায় কাজ করতেন। কিন্তু তার সেই সময়কার কোণ লেখা আমি দেথেছি কি'না; মনে পড়ছে না। তার মধ্যে যে লেখক সত্ত্বাটা ঘাঁপটি মেরে আছে তার সাথে আমার পরিচয় ঐ ক্রিটিক-এর কল্যানেই।
সমালোচনাপত্রটির গত চারটি সংখ্যার 'মানুষের মুখ' বিভাগে প্রকাশিত সালেহ বিপ্লবের লেখাগুলো বেশ মজা নিয়ে পড়লাম। চারটি লেখাই তথ্য আর প্রচলিত সমাজ/রাজনৈতিক ব্যবস্থার প্রতি তীর্যক আক্রমণ সমৃদ্ধ। তবে লেখাগুলোর ভাষাগত বেশ সারল্য আমাকে মুগ্ধ করেছে। তার এই চারটি লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করলাম।
কালীবাড়ি হয়ে কোপেনহেগেন :
http://www.criticbd.com/0108/article_08.php
বেলা বয়ে যায় মধুমতি গাঁয় :
http://www.criticbd.com/0107/article_06.php
হরিদাস পালেরা এখন কোথায় :
http://www.criticbd.com/0106/article_08.php
দিল্লী দূর হস্ত, হনুজ দূর অস্ত :
http://www.criticbd.com/0105/article_10.php
আশাকরি আপনাদেরও ভাল্লাগবে।
খারাপ লাগলেও জানাবেন কিন্তু। আরেকটি ব্যাপার; এই পোষ্ট/চিরকুটে ব্যবহৃত সালেহ বিপ্লবের ছবিটি দেখে নিশ্চয় ধারনা করতে পারছেন, আগামীতে তার আরো একটি সত্ত্বার সাথে আমাদের পরিচিত হতে হবে। তিনিও হয়ত একদিন ভোট ভিক্ষায় রাজপথে নামবেন। আর আমরা তার সেই নিউজ কাভারের জন্য পিছনে পিছনে দৌড়াবো। সাবেক সাংবাদিক হিসেবে তখন তিনি আমাদের, মানে সাংবাদিকদের একটা এক্সট্রা ফেভার'তো পাবেই।
তাই সালেহ ভাই ভয় নাই, আমরা আছি তোমার 'পিছে'...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।