আমাদের কথা খুঁজে নিন

   

কবে হবে এর অবসানঃসংসদ পুরোপুরি কার্যকর হবে?



আগের কথা বাদ দিলাম। কিন্তু নব্বুইয়ের স্বৈর শাসনের অবসানের পর সেই যে আমাদের গণতান্ত্রিক যাত্রা শুরু হলো এবং তার সাথে শুরু হলো সংসদ বয়কটের যাত্রাও। তার অবসান কবে হবে কেউ কি বলতে পারবেন? অত্যন্ত সম্ভাবনার এই দেশ,সম্মিলিত প্রচেস্টায় এগিয়ে নিয়ে যাওয়াই যেখানে একমাত্র ব্রত হওয়া উচিত সেখানে দূর্ভাগ্য হলেও সত্য আমরা এ থেকে দূরে সরে আছি। তাহলে নীরদ সী চৌধুরীর সেই কথাই কি সত্য আমরা "আত্মঘাতি বাঙালী"। আমরা নিজেরাই নিজেদের ক্ষতিটুকু করে যাচ্ছি অবিরত।

নির্দিষ্ট কোনো সরকার বা বিরোধী দলকে বলছিনা সব সরকারের আমলেই আমরা লক্ষ করছি ঠুনকো অজুহাতে সংসদ বর্জন করাই যেন আমাদের রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে। আশা করেছিলাম দু'বছরের এক অনিশ্চিত ও নানা চড়াই-উৎরাই পেরুনো শাসনের পর নতুন অভিযাত্রায় এই কালচারের অবসান হবে। সংসদ হবে সকল কিছুর কেন্দ্রস্থল। কিন্তু হা হতোস্মি! সেই একই কালচার! সরকারী দল,বিরোধী দল আপনারা কি আমাদের এর থেকে রেহাই দেবেন? আমরা যারা প্রবাসে আছি তারা কি বলতে পারবো,'দেখো,আমরাও সত্যি সত্যি গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছি। " না হলে আমাদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ থেকেই যাবে।

বন্ধুরা আপনারা কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।