দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল সোমবার পঞ্চমবারের মতো বিয়ে করেছেন। তাঁর নতুন স্ত্রীর নাম থোবেকা মাভিজা (৩৬)। মাভিজার সঙ্গে অবশ্য অনেক আগেই বিয়ের কথা চলছিল। এ বছরের প্রথম দিকেই জুমা তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক দায়িত্বের কারণে তখন তা সম্ভব হয়নি।
তাঁর ঘরে দুই স্ত্রী বর্তমান। ২০০০ সালে তাঁর এক স্ত্রী কেইট মান্তশো জুমা মারা যান। আরেক স্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এনকোসাজানা দ্লামিনি জুমার সঙ্গে ১৯৯৮ সালে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে। এরই মধ্যে গতকাল তিনি তিন নম্বর বিয়ে করলেন।
জুমার জন্মস্থান কাওয়াজুলু-নাটাল প্রদেশের এনকান্দলা গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ক্ষমতাসীন দল এএনসির জ্যেষ্ঠ নেতা, ব্যবসায়ী নেতাসহ সাউথ আফ্রিকান কমিউনিস্ট পার্টির নেতারাসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজন দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়েতে যোগ দেয়। বিয়ে উপলক্ষে বেশ কয়েকটি ভেড়া, ছাগল ও গরু জবাই করা হয়।
বিয়ের আগের দিন প্রেসিডেন্ট জুমার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘একান্ত পারিবারিক আবহে কাল ৪ জানুয়ারি প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও থোবেকা মাভিজার বিয়ের অনুষ্ঠান হবে। ’ উল্লেখ্য, মাভিজার ঘরে জুমার দুটি সন্তানও রয়েছে।
এর মধ্যে খবর বেরিয়েছে, গ্লোরিয়া বোঙ্গি এনগেমা নামের আরও এক নারীর সঙ্গে জুমার সম্পর্ক চলছে। তাঁকেও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর আগে বিয়ের খবরের ব্যাপারে প্রেসিডেন্টের দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি। ৬৬ বছর বয়সী জ্যাকব জুমা একজন জুলু সম্প্রদায়ের মানুষ। ওই সম্প্রদায়ে বহুবিবাহ সাধারণ ঘটনা।
তবে দক্ষিণ আফ্রিকায় বহুবিবাহের প্রবণতা শহরের চেয়ে গ্রামেই বেশি। জুমা প্রথম বিয়ে করেছিলেন ১৯৭৩ সালে। প্রথম স্ত্রী সিজাকেলে খুমালো এখনো জুমার ঘরনি। এরপর একে একে বিয়ে করেন কেইট মান্তশো জুমা, পররাষ্ট্রমন্ত্রী এনকোসাজানা দ্লামিনি-জুমা ও নোমপুমেলেলো এনতুলি নামের তিন নারীকে।
প্রথম আলো
০৫/০১/২০১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।