রঙ্গিলা বন্ধুরে....... i_mahmud2008@yahoo.com
তবু থেমে নেই তান্নি ....
সূত্র : মুনজের
ইসমাইল মাহমুদ
তান্নি আক্তার। আকস্মিক পেরালাইসিস ৬ বছরের এ শিশুর দুই হাত এক পা অকেজো করে দিলেও তান্নির অদম্য স্পিহাকে ধমিয়ে রাখতে পারেনি। একমাত্র সচল বাম পায়ের সাহায্য নিয়ে অর্ধসচল বাম হাত দিয়েই সে ছবি আঁকে, লেখা পড়া করে।
ব্রাকের মৌলভীবাজার এরিয়া ম্যানাজার মীর আবদুস সাত্তার জানিয়েছেন, তান্নি আক্তার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের দিনমজুর মোঃ আলা মিয়ার মেয়ে। ছোটকালে সে অসুস্থ হওয়া তার ডান হাত পুরোপুরি, ডান পা ও বাম হাত আংশিক অসচল হয়ে পড়ে।
একমাত্র সচল আছে বাম পা। কিন্তু আর্থিক সংকটের কারণে তার দিনমজুর পিতামাতা উন্নত চিকিৎসা করাতে পারেনি। তাই বলে থেমে নেই তান্নি। সে একটি সচল ও একটি অর্ধসচল পা দিয়েই স্কুলে যায়। বাম পায়ের সহায়তায় অর্ধ সচল বাম হাত দিয়ে ছবি আঁেক, লেখাপড়া করে।
তান্ন্ িআক্তার লেখাপড়া করে ব্রাক কালাপুর প্রি-প্রাইমারি স্কুলে। তান্নি উন্নত চিকিৎসায় কোন সামর্থবান এগিয়ে আসার প্রত্যাশা করেন তান্নির অভিভাবক ও শিক্ষকরা ।
০১৭১৫১৭১৯৫০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।