আমাদের কথা খুঁজে নিন

   

** বাংলাদেশের শ্রেষ্ঠ নারী ব্যক্তিত্ব **

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying.

বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ বললেই মানসপটে ভেসে ওঠে অনেক পুরুষ মানুষের নাম/ছবি । আমি প্রয়াশ চালিয়েছি কিছুসংখ্যক নারী ব্যক্তিত্বকে তুলে ধরতে । ... । বেগম রোকেয়া । নারী জাগরনের পথিকৃত ।

জন্ম : ৯ডিসেম্বর ১৮৮০ মৃত্যু : ৯ডিসেম্বর ১৯৩২ ইং । । বেগম সুফিয়া কামাল । বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি । ।

নুরজাহান বেগম । বেগম পত্রিকার সম্পাদক । বাবা : মোহাম্মদ নাসির উদ্দীন । স্বামী : রোকনুজ্জামান খান দাদা ভাই । ।

আইরিন খান । মানবাধিকারের প্রবক্তা ও নেতা । পৃথিবীর বৃহত্তম মানবাধিকার সংগঠন অ্যামিনেষ্টি ইন্টারন্যাশনালের মহাসচিব । তিনিই প্রথম নারী এবং এশিয় ও বাংলাদেশী হিসেবে ২০০১ সালে এ দায়িত্ব পালন করেন । ।

নভেরা আহমদ । বাংলাদেশের প্রথম নারী বাষ্কর । ১৯৯৭ সালে ভাষ্কর্য শিল্পে অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয় । । তারামন বিবি ।

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা । মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী । । ইলা মিত্র । তেভাগা আন্দোলনের নেত্রী, যিনি আদিবাসীসহ সকল মানুষের কাছে "রানী মা" নামে পরিচিত ছিলেন ।

জন্ম : ১৮ অক্টোবর ১৯২৫ মৃত্যু : ১৩ অক্টোবর ২০০২ । । নীলিমা ইব্রাহিম । বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালক । জন্ম : ১১ অক্টোবর মৃত্যু : ১৮ জুন ২০০২ ।

১৯৬৯ সালে বাংলা একাডেমী পুরষ্কার ও ২০০০ সালে একুশে পদক লাভ করেন । সবচেয়ে আলোচিত বই : আমি বীরঙ্গনা বলছি । । রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন । শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী ।

বাংলাদেশের সঙ্গীত জগতের নক্ষত্র যুগল । । বেগম খালেদা জিয়া । বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী । যথাক্রমে ১৯৯১ এবং ২০০১ সালে দুবার তিনি প্রধানমন্ত্রির দায়িত্বভার লাভ করেন ।

। শেখ হাসিনা ওয়াজেদ । দেশের প্রথম মহিলা বিরোধী দলিয় প্রধান । যথাক্রমে ১৯৯৬ এবং ২০০৮ সালে দুবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার লাভ করেন । ।

জাহানারা ইমাম । শহীদ জননী জাহানারা ইমাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহন করেন । বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্যে তিনি ১৯৮৮ সালে "বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার" ও "কমর মুষতারী সাহিত্য পুরস্কার" লাভ করেন । ১৯৯১ সালে তিনি "বাংলা একাডেমি পুরস্কার" লাভ করেন । দীর্ঘদিন ক্যান্সার রোগে ভোগার পর তিনি ১৯৯৪ সালের ২৬ জুন মৃত্যুবরণ করেন ।

কুমুদিনী হাজং : টঙ্ক আন্দোলনের বিপ্লবী নারী । আনোয়ারা সৈয়দ হক : বাংলাদেশের প্রথম নারী, যিনি মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে খ্যাতি অর্জন করেন । ইয়াসমিন : বাংলাদেশে নারী নির্যাতনের প্রতীক হিসেবে উচ্চারিত নাম । পুরো নাম : মোসাম্মৎ ইয়াসমিন আখতার, ১৯৯৫ সালের ২৪ আগস্ট তার মৃত্যুর পর থেকে এ দিনটি "নারী নির্যাতন দিবস" হিসেবে পালিত হচ্ছে । কাঁকন বিবি : "মুক্তিবেটি" নামে খ্যাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা ।

গীতীআরা সাফিয়া চৌধুরী : বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা প্রতিষ্ঠায় প্রথম নারী উদ্যোক্তা । ১৯৭৪ সালে অ্যাডকম বিজ্ঞাপনী সংস্থা প্রতিষ্ঠা করেন । তিনি ২০০২ সালে ঢাকা ক্লাবের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন । তত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন । জাহেদা খানম : স্থাপত্য প্রকৌশল ও নির্মাণ ব্যবসায় বাংলাদেশের প্রথম নারী শীর্ষ কর্মকর্তা ।

জোবেদা রহমান লিনু : টেবিল টেনিস খেলোয়াড় । ১৬ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভূক্ত । ২০০৫ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত । জোহরা বেগম কাজী : বাংলার প্রথম মুসলমান নারী চিকিৎসক । তার সেবাদানের স্বীকৃতিস্বরুপ পাকিস্তান সরকার তাকে ১৯৬৪ সালে সর্বোচ্চ "তকমা-ই-পাকিস্তান" খেতাবে ভুষিত করে ।

তাহেরন নেসা : প্রথম বাঙালি মুসলিম নারী গদ্যলেখক । তাহেরুন্নেসা আবদুল্লাহ : বাংলাদেশের নারীদের মধ্যে প্রথম সরকারি চাকরিতে যোগদানকারী । নারী-পুরুষ নির্বিশেষে তিনিই প্রথম বাংলাদেশের নাগরিক যিনি ১৯৭৮ সালে রেমন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন । নাজমুন আরা সুলতানা : বাংলাদেশের প্রথম নারী বিচারপতি । ২০০০ সালের ২৮মে হাইকোর্টে বিচারক হিসেবে শপথ গ্রহন করেন ।

নুরজাহান মুরশিদ : বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিসভায় প্রথম নারী সদস্যা । পলা মনজিলা উদ্দিন : ব্রিটেনে প্রথম বাঙালি নারী কাউন্সিলর । লর্ড সভায় প্রথম ও একমাত্র বাঙালি ব্যারনেস পলা ১৯৯৮ সালের ২০ জুন হাউস অব লর্ডসে লেবার পার্টির একজন সক্রিয় "পিয়ার" হিসেবে ঘোষিত হন । প্রীতিলতা ওয়াদ্দেদার : ব্রিটিশরবিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ এবং চট্রগ্রাম অস্ত্রাগার লুন্ঠনকারীদের অন্যতম । ফজিলাতুন্নেসা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিত শাস্ত্রে মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হন ।

ফারিয়া লারা : বাংলাদেশের প্রথম নারী যিনি পাইলটদের প্রশিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন । প্রশিক্ষণ শেষ করতে পারলে তিনিই হতেন দেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক । বিবি রাসেল : বাংলাদেশের প্রথিতযশা ফ্যাশন ডিজাইনার । ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে প্যারিসে "উইভারস অব বাংলাদেশ" শিরোনামে বাংলাদেশের পক্ষে প্রথম ফ্যাশন শো করেন । মাহমুদা খাতুন সিদ্দিকা : কবি ।

বাঙালি মুসলমান নারী সমাজের মধ্যে প্রথম পশারিনী কাব্যগ্রন্থের রচয়িতা । মেহেরুন্নেসা : বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদ । মেহেরুন্নেসা খাতুন : বাংলাদেশের প্রথম আইনজীবী । রানী হামিদ : কমনওয়েলথ ও এশিয়ার শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় ও ক্রীড়াবিদ । সৈয়দা কানিজ ফাতেমা : রোকসানা নামে পরিচিত বাংলাদেশের প্রথম নারী বৈমানিক ।

রোকেয়া খাতুন : প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্র শিল্পী । রোমেনা আফাজ : বাংলাদেশের নারীদের মধ্যে প্রথম জনপ্রিয় লেখক । সাঈদা খানম : বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্র শিল্পী । সিতারা বেগম : বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত দু'জন নারীর অন্যতম । সুরাইয়া বেগম : বাংলাদেশের মরণোত্তর চক্ষুদানকারী প্রথম নারী ।

হাসনা বেগম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম মুসলমান ছাত্রী । হাসিনা আশরাফ : বাংলাদেশের প্রথম নারী সাংবাদিকতার পথিকৃৎ । সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ রক্ষায় অবদানের জন্যই তিনি পেয়েছেন গোল্ডম্যান পুরস্কারসহ একাধিক পুরস্কার। সম্প্রতি বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাঁকে দিয়েছে 'হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব'। তথ্যসূএ ইন্টারনেট থেকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।