God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying.
বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ বললেই মানসপটে ভেসে ওঠে অনেক পুরুষ মানুষের নাম/ছবি । আমি প্রয়াশ চালিয়েছি কিছুসংখ্যক নারী ব্যক্তিত্বকে তুলে ধরতে । ...
। বেগম রোকেয়া ।
নারী জাগরনের পথিকৃত ।
জন্ম : ৯ডিসেম্বর ১৮৮০ মৃত্যু : ৯ডিসেম্বর ১৯৩২ ইং ।
। বেগম সুফিয়া কামাল ।
বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ।
।
নুরজাহান বেগম ।
বেগম পত্রিকার সম্পাদক । বাবা : মোহাম্মদ নাসির উদ্দীন । স্বামী : রোকনুজ্জামান খান দাদা ভাই ।
।
আইরিন খান ।
মানবাধিকারের প্রবক্তা ও নেতা । পৃথিবীর বৃহত্তম মানবাধিকার সংগঠন অ্যামিনেষ্টি ইন্টারন্যাশনালের মহাসচিব । তিনিই প্রথম নারী এবং এশিয় ও বাংলাদেশী হিসেবে ২০০১ সালে এ দায়িত্ব পালন করেন ।
।
নভেরা আহমদ ।
বাংলাদেশের প্রথম নারী বাষ্কর । ১৯৯৭ সালে ভাষ্কর্য শিল্পে অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয় ।
। তারামন বিবি ।
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা । মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ।
। ইলা মিত্র ।
তেভাগা আন্দোলনের নেত্রী, যিনি আদিবাসীসহ সকল মানুষের কাছে "রানী মা" নামে পরিচিত ছিলেন ।
জন্ম : ১৮ অক্টোবর ১৯২৫ মৃত্যু : ১৩ অক্টোবর ২০০২ ।
। নীলিমা ইব্রাহিম ।
বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালক । জন্ম : ১১ অক্টোবর মৃত্যু : ১৮ জুন ২০০২ ।
১৯৬৯ সালে বাংলা একাডেমী পুরষ্কার ও ২০০০ সালে একুশে পদক লাভ করেন । সবচেয়ে আলোচিত বই : আমি বীরঙ্গনা বলছি ।
। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন ।
শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী ।
বাংলাদেশের সঙ্গীত জগতের নক্ষত্র যুগল ।
। বেগম খালেদা জিয়া ।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী । যথাক্রমে ১৯৯১ এবং ২০০১ সালে দুবার তিনি প্রধানমন্ত্রির দায়িত্বভার লাভ করেন ।
। শেখ হাসিনা ওয়াজেদ ।
দেশের প্রথম মহিলা বিরোধী দলিয় প্রধান । যথাক্রমে ১৯৯৬ এবং ২০০৮ সালে দুবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার লাভ করেন ।
।
জাহানারা ইমাম ।
শহীদ জননী জাহানারা ইমাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহন করেন । বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্যে তিনি ১৯৮৮ সালে "বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার" ও "কমর মুষতারী সাহিত্য পুরস্কার" লাভ করেন । ১৯৯১ সালে তিনি "বাংলা একাডেমি পুরস্কার" লাভ করেন । দীর্ঘদিন ক্যান্সার রোগে ভোগার পর তিনি ১৯৯৪ সালের ২৬ জুন মৃত্যুবরণ করেন ।
কুমুদিনী হাজং : টঙ্ক আন্দোলনের বিপ্লবী নারী ।
আনোয়ারা সৈয়দ হক : বাংলাদেশের প্রথম নারী, যিনি মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে খ্যাতি অর্জন করেন ।
ইয়াসমিন : বাংলাদেশে নারী নির্যাতনের প্রতীক হিসেবে উচ্চারিত নাম । পুরো নাম : মোসাম্মৎ ইয়াসমিন আখতার, ১৯৯৫ সালের ২৪ আগস্ট তার মৃত্যুর পর থেকে এ দিনটি "নারী নির্যাতন দিবস" হিসেবে পালিত হচ্ছে ।
কাঁকন বিবি : "মুক্তিবেটি" নামে খ্যাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা ।
গীতীআরা সাফিয়া চৌধুরী : বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা প্রতিষ্ঠায় প্রথম নারী উদ্যোক্তা । ১৯৭৪ সালে অ্যাডকম বিজ্ঞাপনী সংস্থা প্রতিষ্ঠা করেন । তিনি ২০০২ সালে ঢাকা ক্লাবের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন । তত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন ।
জাহেদা খানম : স্থাপত্য প্রকৌশল ও নির্মাণ ব্যবসায় বাংলাদেশের প্রথম নারী শীর্ষ কর্মকর্তা ।
জোবেদা রহমান লিনু : টেবিল টেনিস খেলোয়াড় । ১৬ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভূক্ত । ২০০৫ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত ।
জোহরা বেগম কাজী : বাংলার প্রথম মুসলমান নারী চিকিৎসক । তার সেবাদানের স্বীকৃতিস্বরুপ পাকিস্তান সরকার তাকে ১৯৬৪ সালে সর্বোচ্চ "তকমা-ই-পাকিস্তান" খেতাবে ভুষিত করে ।
তাহেরন নেসা : প্রথম বাঙালি মুসলিম নারী গদ্যলেখক ।
তাহেরুন্নেসা আবদুল্লাহ : বাংলাদেশের নারীদের মধ্যে প্রথম সরকারি চাকরিতে যোগদানকারী । নারী-পুরুষ নির্বিশেষে তিনিই প্রথম বাংলাদেশের নাগরিক যিনি ১৯৭৮ সালে রেমন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন ।
নাজমুন আরা সুলতানা : বাংলাদেশের প্রথম নারী বিচারপতি । ২০০০ সালের ২৮মে হাইকোর্টে বিচারক হিসেবে শপথ গ্রহন করেন ।
নুরজাহান মুরশিদ : বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিসভায় প্রথম নারী সদস্যা ।
পলা মনজিলা উদ্দিন : ব্রিটেনে প্রথম বাঙালি নারী কাউন্সিলর । লর্ড সভায় প্রথম ও একমাত্র বাঙালি ব্যারনেস পলা ১৯৯৮ সালের ২০ জুন হাউস অব লর্ডসে লেবার পার্টির একজন সক্রিয় "পিয়ার" হিসেবে ঘোষিত হন ।
প্রীতিলতা ওয়াদ্দেদার : ব্রিটিশরবিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ এবং চট্রগ্রাম অস্ত্রাগার লুন্ঠনকারীদের অন্যতম ।
ফজিলাতুন্নেসা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিত শাস্ত্রে মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হন ।
ফারিয়া লারা : বাংলাদেশের প্রথম নারী যিনি পাইলটদের প্রশিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন । প্রশিক্ষণ শেষ করতে পারলে তিনিই হতেন দেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক ।
বিবি রাসেল : বাংলাদেশের প্রথিতযশা ফ্যাশন ডিজাইনার । ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে প্যারিসে "উইভারস অব বাংলাদেশ" শিরোনামে বাংলাদেশের পক্ষে প্রথম ফ্যাশন শো করেন ।
মাহমুদা খাতুন সিদ্দিকা : কবি ।
বাঙালি মুসলমান নারী সমাজের মধ্যে প্রথম পশারিনী কাব্যগ্রন্থের রচয়িতা ।
মেহেরুন্নেসা : বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদ ।
মেহেরুন্নেসা খাতুন : বাংলাদেশের প্রথম আইনজীবী ।
রানী হামিদ : কমনওয়েলথ ও এশিয়ার শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় ও ক্রীড়াবিদ ।
সৈয়দা কানিজ ফাতেমা : রোকসানা নামে পরিচিত বাংলাদেশের প্রথম নারী বৈমানিক ।
রোকেয়া খাতুন : প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্র শিল্পী ।
রোমেনা আফাজ : বাংলাদেশের নারীদের মধ্যে প্রথম জনপ্রিয় লেখক ।
সাঈদা খানম : বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্র শিল্পী ।
সিতারা বেগম : বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত দু'জন নারীর অন্যতম ।
সুরাইয়া বেগম : বাংলাদেশের মরণোত্তর চক্ষুদানকারী প্রথম নারী ।
হাসনা বেগম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম মুসলমান ছাত্রী ।
হাসিনা আশরাফ : বাংলাদেশের প্রথম নারী সাংবাদিকতার পথিকৃৎ ।
সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ রক্ষায় অবদানের জন্যই তিনি পেয়েছেন গোল্ডম্যান পুরস্কারসহ একাধিক পুরস্কার। সম্প্রতি বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাঁকে দিয়েছে 'হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব'।
তথ্যসূএ ইন্টারনেট থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।