আমাদের কথা খুঁজে নিন

   

আইইউটা(IUTAA)র রিইউনিয়ন ও নির্বাচন ২০১০// নব নির্বাচিত কমিটি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আইইউটি(IUT) র ইতিহাস খুব বেশী দিনের না হলেও দেখতে দেখতে বিএসসি ইঞ্জিনিয়ারীং কোর্সের ইলকেট্রিক্যাল, মেকানিক্যাল ও কম্পিউটার বিভাগের মোট ১০টি ব্যাচ সফলতার সাথে কৃতকার্য হয়ে প্রফশেনাল জগতে প্রবেশ করেছে। দেশের ভেতরে এবং বাইরে সর্বত্রই আইইউটি হতে পাস আউট ছেলেরা ভাল করে চলেছে। আইইউটি হতে পাস আউট ছাত্রদের প্রানের সংগঠন আইইউটা এর দ্বিতীয় পুনর্মিলনী ও নির্বাচন অনুষ্টিত হয়ে গেলো গত ১ লা জানুয়ারী, নব বর্ষের প্রথম দিন । ভ্যানু ছিল আইইউটি ক্যাম্পাসের মনোরম পরিবেশ এবং অডিটরিয়াম। ( বিস্তারিত জানতে ক্লিক করুন ) । আইইটা(IUTAA) র নবনির্বাচিত কমিটির রূপটি নিম্নের মতঃ- প্রেসিডেন্টঃ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ( স্টুডেন্ট আইডি- ৯৬২৪১৬) ভাইস প্রেসিডেন্টঃ মারুফ আযম ( অভি) ( ৯৮২৪৪৬) জেনারেল সেক্রেটারীঃ মোহাম্মদ রেজাউল করিম রিজভী ( ৯৯২৪৩৮) এসিটেন্ট জেনারেল সেক্রেটারীঃ সৈয়দ ফারহান রেজা ( ৯৯২৪৪৬) পাবলিকেশন সেক্রেটারীঃ মামুন মঞ্জুরুল আজিজ (৯৮২৪১৮) ট্রেজারারঃ মোঃ মাহবুব উল ইসলাম (৯৬২৪৩১) ওরগানাইজেশন সেক্রেটারীঃ মো আজিমুদ্দীন খান (০২৪৪৪১) সদস্য/মেম্বারঃ ১. মোহাম্মদ মেহেদী হুসেন ভূঁইয়া (৯৭১৪১৫) ২. মোঃ আহসান হাবীব ( ৯৯৪৪১২) ৩. মোঃ ইফতেখার আলম ভুঁইয়া (৯৯১৪১৯) ৪. এস এম মশিহুর রোমান (০৪৪৪০১) ৫. আবদুল্লাহ আলী ফারুক ( ০৪৪৪২৮) ( সেক্রেটারী - স্টুডেন্ট অ্যাফেয়ার্স পদে আইইউটার সংবিধান অনুযায়ী পরবর্তীতে নির্বাচিত করা হবে) //মামুন ম. আজিজ পাবলিকেশন সেক্রেটারী, আইইউটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।