ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর টেস্ট র্যাঙ্কিংয়ে তলানিতে পড়ে থাকতে পারে বাংলাদেশ। কিন্ত গেল বছর (২০০৯) সবচেয়ে সফল দল ছিল এই বাংলাদেশই, কি টেস্ট, কি ওয়ানডে, উভয় ধরনের ক্রিকেটে।
বাংলাদেশ ২০০৯-এ টেস্ট খেলেছে তিনটি। জয় পেয়েছে দু'টি ও হেরেছে একটিতে। সাফল্যের হার ৬৬.৬৬।
বাংলাদেশের পেছনে রয়েছে অস্ট্রেলিয়া (৫৩.৮৪) ও ভারত (৫০.০০)।
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে দু'টি টেস্ট জেতে বাংলাদেশ। এর আগে জানুয়ারিতে হার মানে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্টে। আর ১৩ টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে সাতটি, হেরেছে তিনটি ও ড্র করেছে তিনটিতে। অন্যদিকে ভারত ছয় টেস্টে জিতেছে তিনটি ও ড্র করেছে তিনটিতে।
হার মানেনি একটিতেও।
একদিনের ম্যাচেও সাফল্যের দিক দিয়ে ভারত ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। ১৯টি ম্যাচ খেলে জিতেছে জিতেছে ১৪টি ও হেরেছে ৫টিতে। সাফল্যের হার ৭৩.৬৮।
৩১ ওয়ানডে খেলে ভারত জয় পেয়েছে ১৭টি ও হেরেছে ১০টিতে।
আর ৪ ম্যাচে ফলাফল না হওয়ায় দেশটির সাফল্যের হার দাঁড়িয়েছে ৬২.৯৬। সাফল্যের ৬২.১৬ হার নিয়ে ভারতের পেছনে ঠিক রয়েছে অস্ট্রেলিয়া। ৩৯ ম্যাচে তারা জিতেছে ২৩টি, হেরেছে ১৪টি ও ফলাফল হয়নি দুই ম্যাচে।
এছাড়া আরেকটি সাফল্য রয়েছে বাংলাদেশের। গত বছর সর্বনিু ৪৪ রানে অল-আউট করে দিয়ে হতাশায় ডুবিয়েছে জিম্বাবুয়েকে।
সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।