বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............
নষ্ট যুবক নেশা করে পথে
কালো পিচের সাটানো রাস্তায় জুবুথুবু নগ্ন শরীর
দেবালয়ে ঘোরামুখো যুবতীর কামুকতা ছিড়ে
আহ্লাদী মুখটাই জীবনের ভাগফল।
না পাওয়া সোনার হরিনটার খোঁজে রাত পার
এদিক সেদিক করতে করতে ধুলোমাখা শার্ট নোংরা হয়
ক্ষয়ে যাওয়া পায়ের স্যান্ডেল আর কাঁধের ছেড়া ব্যগ
অবচেতন মন কেন যেন হারতেই চায়; হারতেই...........
ফেসবুকে ব্যস্ত বেলাবোস; দিনরাত অপেক্ষারত সেলুলার
খুব বেশি সময় নেই কথার
যদি চাকরিটা সময় মত না হয়!
মা-বাবার বাধ্যগত খুব; হঠাৎ করেই যত বাধকতা
নিত্য নতুন স্বপ্নের পদচারনা
নীলাভ আকাশ তার হৃদয় স্পন্দন
শিহরনে উত্তাপ ছড়ায় না।
নষ্ট যুবক পথে পথে ছোটে
সব হারানো জীবিকাতে নতুন ভোরের খোঁজ
আর যদি দেখা না মেলে তার
উত্তেজিত বেলাবোস আরো উত্তেজিত হয়
'ধুর' সময় যে আর বেশী নয়।
সোনালী সব স্বপ্নই ফ্যকাসে তখন
বাসার চাপ ঢের;
'কাকীমাকে ওরা কথা দিয়ে দিছে' 'কাকাতো ভাইটাও বেশ'
দুধ চিনি কেনা হয়ে গেছে সেই কবে
বাকি শুধু শাহবাগ
মামু'র দোকান থেকে তাজা ফুল আনা হলেই
শেষ সব জীবনের ক্লেস।
নষ্ট সেই যুবক আসলেই বেজায়........
কত করে বলা হলো হরিনটা নিয়েই আয়
খবর নেই তার; এই শেষবার
চোখ মুছে বেলাবোস; ফিরিস্তির বাটা খোলে
মা বাবার মুখ ফোটে; আনন্দের দোলাচলে
আর পেতে পেতেও হারিয়ে যায়
নষ্ট যুবকের আজন্মকালের চাওয়াটা
হারতে হারতেও জিতে যায় বেলাবোস?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।