আ. স. ম হান্নান শাহ কে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই সকলেই জানেন। কিন্তু তারপরও বলতে চাই। পিয়াস করীম কে? এটি যতক্ষণ পর্যন্ত জানা ছিল না ততক্ষণ পর্যন্ত তার অনেক সমর্থক ছিল। ঘুরিয়ে ফিরিয়ে তিনিও অনেক কথা বলার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত জানা গেল কুমিল্লার মুসলীমলীগ নেতা এম, এ করীমের ছেলে পিয়াস করীম।
ব্যস, বুঝাগেল বিষয়টা? রাজাকার পুত্রের কাছে মানুষ কি আশা করে?
হান্নান শাহও মুসলীমলীগের নেতা পাকিস্থান কেবিনেটের খাদ্যমন্ত্রি ফকির আব্দুল মান্নানের পূত্র। তার কাছ থেকেওমানুষ কি আশা করে?
হান্নান শাহ ১৯৯১ (১৫ ফেব্রুয়ারি ১৯৯৬সহ) সালে কাপাসিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নামে জিয়া হত্যার অভিযোগ ছিল বিএনপির তরফ থেকে। ওইবছরই তিনি পাটমন্ত্রি হয়েছিলেন। সংসদ ও কেবিনেটের যে গেজেট প্রকাশিত হয়েছিল তা থেকে জেনে নিতে পারেন।
তার নাম লেখা ছিল ব্রিগেডিয়ার (অব আ. স. ম হান্নান শাহ। পরে ২০০১ সালের নির্বাচনে তার নাম হয় ব্রিগেডিয়ার জেনারেল (অব আ. স. ম হান্নান শাহ। হঠাৎকরে ব্রিগেডিয়ার কেমন করে ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেল? এখানে কোন প্রতারণার গন্ধ পাওয়া যায় কি? অপেক্ষায় থাকেন..........
বুমেরাং কি? শাহবাগ কি? বুঝা যাবে ধীরে ধীরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।