আমাদের কথা খুঁজে নিন

   

কাল থেকে জমজমাট ক্রিকেট : একি কথা শুনি আজ শেবাগের মুখে !



কাল থেকে আগামী ১০ দিন ঢাকায় বসছে জমজমাট ক্রিকেট আসর। বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কার ফাটাফাটি সব খেলা। কাল ভারত আর শ্রীলঙ্কা ঢাকা পৌঁছে গেছে। সব পেপার দেখি ভারতের সুনামে পঞ্চমুখ। ঢাকায় এ যেন অন্য এক ভারত-প্রথম আলো বাংলাদেশ মানেই সারপ্রাইজ:শেবাগ-সমকাল ফুরফুরে মেজাজে ধোনিরা-যুগান্তর বাংলাদেশকে সমীহ করছে ভারত-ডেসটিনি সবচেয়ে মজা লাগলো ভারতের সহ-অধিনায়ক বীরেন্দর শেবাগের মন্তব্য।

মহাজবরদস্ত পত্রিকা প্রথম আলো থেকেই কোট করি- ''বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদলই শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশতো যে কোন দলকেই চমকে দিতে পারে, যে কাউকে হারাতে পারে। অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দলকেও হারানোর সাফল্য আছে তাদের। কাজেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচকেও আমরা হালকা ভাবে নিচ্ছি না। '' শুনতে ভালোই লাগছে।

কিন্তু শেবাগ চেপে গেছেন বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাকেই হারায়নি। ভারতকেও একাধিকবার হারিয়েছে। গত বিশ্বকাপে ভারতকে বিদায় করেছে দুর্দান্ত ক্রিকেট খেলে। শেবাগ ভাই বেমালুম চেপে গেলেন ! ভারত শিরোপার লক্ষ্যে খেলবে, বলাই বাহুল্য। মুখে বাংলাদেশকে যতোই সারপ্রাইজিং দল বলুক মনে যে ভিন্নভাব তাতো তাদের ফুরফুরে মেজাই জানান দিচ্ছে।

শ্রীলঙ্কাও শিরোপা জিততে চায় বলে জানিয়ে রেখেছে। আমরা কি চাই ? আমরা চাই ভালো খেলতে। আপাতত এর বেশী চাওয়াটা বাস্তবসম্মত না। আসুন আমরা বাংলাদেশের সাথে থাকি। ফিকশ্চার ( মীরপুর, দিবারাত্রি ম্যাচ, বেলা ২-৩০) ৪ জানুয়ারি- বাংলাদেশ-শ্রীলঙ্কা ৫ জানুয়ারি-ভারত-শ্রীলঙ্কা ৭ জানুয়ারী-বাংলাদেশ-ভারত ৮ জানুয়ারী-বাংলাদেশ-শ্রীলঙ্কা ১০ জানুয়ারী-ভারত-শ্রীলঙ্কা ১১ জানুয়ারী-বাংলাদেশ-ভারত ১৩ জানুয়ারী-ফাইনাল


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।