আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়গান-৩

নিয়ন্ত্রণহীন বিপদের পিছু ছুটে চলা

এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় ভব রঙ্গমঞ্চ মাঝে, রঙের নট নটবর হরি যারে যা সাজান সেই তাই সাজে এ মায়া প্রপঞ্চময় মাতৃসাজে সেজেছিস মা করিতে স্নেহের পিড়ন, কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমিতো সেজেছি তনয় এই নাটকের এই অঙ্কে স্থান পেয়েছি মা তোর অঙ্কে হয়াবো পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে এই মায়া প্রপঞ্চময় কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়াসূত্রে সবাই গাথাঁ কেহ পুত্র, কেহ মিত্র, কেহ ভার্যা, কেহ ভ্রাতা কেউ সেজে এসেছেন পিতা কেহ স্নেহ মণিমাতা কত রঙের অভিনেতা আছেন কত সাজে সেজে এই মায়া প্রপঞ্চময় যার যখন হতেছে সাঙ্গ এ রঙ্গভূমির অভিনয় তপস্যা করি বেদনা তখন সে আর কারো নয় কোথা রয় প্রেয়সীর প্রণয় পুত্র কন্যার কাতর বিনয় শুনেনা সে কারো অনুনয় চলে যায় সাজশয্যা থেকে এই মায়া প্রপঞ্চময় না হইলে কর্মশেষ কত যাব মা কত আসব সঙ সেজে সংসার মাঝে কত হাসব কত কাঁদব ভূষণবলে যবে আসব মায়ামোহ তবে নাশব মহাযোগে তবে বসব মিশব হরির পদরজে এই মায়া প্রপঞ্চময়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।