ছঁই পাতার ঘর;দুয়ার খোলা-
আমার বুঝি আসার কথা ছিল,
ছঁই পাতায় শিশিরে দেয় দোলা
এক কিশোরী ঘুম ভাঙ্গিয়ে দিলো।
ছঁই পাতায় অঙ্গ ঢাকা
রঙ্গ ভরা ঠোঁটে
ঝরলো পাতা ঘর ফাঁকা
বৈশাখীর চোটে।
উলঙ্গ ঘরে দুখ তরঙ্গ করে
কিশোরীর চোখে জল;জল ঝরে।
ছঁই পাতাও তার রয়না গায়ে
আলোর মাঝেও আলোহীন চোখ,
সকলের দৃষ্টি তার নগ্ন পায়ে
উলঙ্গ গায়ে- মৈথনের শ্লোক।
ছঁই পাতার মেয়েটি ঝরে ঝরে যায়
প্রতিরাতে পুনর্জন্ম ঐ ছঁই পাতায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।